আইআইটি খড়্গপুরে চালু হবে ‘ভার্চুয়াল রিয়েলিটি’! গবেষণা হবে আরও উন্নত
খড়্গপুর: করোনার সময় অনলাইন পড়াশোনার আগ্রহ বেড়েছে। এবার গবেষণার ক্ষেত্রেও অনলাইন পদ্ধতি চালু করতে চলেছে খড়্গপুর আইআইটি। গবেষণার মানোন্নয়নে উচ্চশিক্ষায় এবার ‘ভার্চুয়াল রিয়েলিটি’ প্রযুক্তির প্রয়োগে উদ্যোগী আইআইটি খড়্গপুর। ‘ভার্চুয়াল রিয়েলিটি’ বা ভি.আর প্রযুক্তির ব্যবহার করতে চলেছে আইআইটি খড়্গপুর। হরিয়ানার গুরগ্রামের একটি শিক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত স্টার্ট-আপ সংস্থার সঙ্গে সহযোগী হয়েছে আইআইটি খড়্গপুর । প্রতিষ্ঠানের ‘আইভার ল্যাব’ গুরগাঁওয়ের শিক্ষা প্রযুক্তি সংস্থা ‘আইএক্সার ল্যাবস’-এর সঙ্গে যৌথভাবে এই প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগী হয়েছে। জানা যাচ্ছে, আধুনিক এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিভিল, মেকানিক্যাল,…