পুজোর আচার পালন করতে গিয়ে মন্দিরের পুকুরে ডুবে মৃত্যু ৫ জনের, শোকের ছায়া এলাকায়

পুজোর আচার পালন করতে গিয়ে মন্দিরের পুকুরে ডুবে মৃত্যু ৫ জনের, শোকের ছায়া এলাকায়

এক মর্মান্তিক দুর্ঘটনায় চেন্নাইয়ের কাছে এক মন্দিরের পুকুরে ডুবে মৃত্যু হল ৫ জনের। মন্দিরে একটি পুজো অর্চনা চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি বেলা ১০.৩০ মিনিটে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। চেন্নাইয়ের ধর্মলিঙ্গেশ্বর মন্দিরে এই মর্মান্তিক কাণ্ড ঘটেছে।

তামিলনাড়ুর নানগালুরের ধর্মলিঙ্গেশ্বর মন্দিরের পুকুরে এক ধর্মীয় আচার পালন করার সময় ৫ জনের জলে ডুবে মৃত্যু হয়েছে। সেখানে পানগুলি উদযাপনের সময়কালে ওই ঘটনা ঘটে যায়। ওই এলাকা চেন্নাইয়ের খুবই কাছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, সকাল থেকেই ওই মন্দিরে ভিড় জমিয়োছিলেন ভক্তরা। জলে নেমে চলছিল পুজোর বিশেষ রীতি পালন। পুলিশ বলছে, প্রথম যিনি ডুবেছিলেন, তাঁর পা পিছলে যায়। তারপর তাঁকে বাঁচাতে গিয়ে যাঁরা ঝাঁপিয়ে পড়েন, তাঁদেরও পা পিছলে যায়। তাঁরাও সঙ্গে সঙ্গে ডুবে যান। পুলিশ জানিয়েছে, যদি বিধি মেনেই ওই ভিড়কে নিয়ন্ত্রণ করা হচ্ছিল, তবে কীভাবে এই ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের দায় নিয়েও উঠছে নানান প্রশ্ন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় ৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনা কেন ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ঘটনার খবর পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের উদ্ধারকারী দল। চলে উদ্ধারকাজ। এদিকে, ঘটনার জেরে বেশ ক্ষুব্ধ তামিলনাড়ুর মন্ত্রী টিএন আনবারাসন। তাঁর প্রশ্ন, মন্দিরে যে এমন একটা ধর্মীয় আচার পালিত হবে, তা সম্পর্কে মন্দির কর্তৃপক্ষ কি জানিয়েছিল পুলিশকে কিছু? উল্লেখ্য, কিছুদিন আগে রামনবমীর দিন মধ্যপ্রদেশের ইন্দোরে এক মন্দিরের ভেঙে পড়ে ৩৬ জনের মৃত্যু হয়। তারপর সেই মন্দিরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসন, মন্দিরের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেয়।

(Feed Source: hindustantimes.com)