এক মাসেই আয় ১ লক্ষ! সোশ্যাল মিডিয়া থেকে দেদার কামাচ্ছেন যুবক, কিন্তু কীভাবে?

এক মাসেই আয় ১ লক্ষ! সোশ্যাল মিডিয়া থেকে দেদার কামাচ্ছেন যুবক, কিন্তু কীভাবে?

রাজস্থান: আপনি, আমি, আমরা সবাই, সোশ্যাল মিডিয়াকে ঠিক কীভাবে দেখি? দেখি বিনোদনের মাধ্যম হিসাবে। এমন একটা মাধ্যম, যেখানে নিজের ছবি, ভিডিও দিয়ে আদতে নিজের বিজ্ঞাপন দেয়। অনেক ছবি-ভিডিও দেখে সময় কাটায়, বা বলা চলে সময় নষ্ট করে। কিন্তু, রাজস্থানের চুরুর হিমাংশু নামের যুবক তা করেননি। তিনি এই সোশ্যাল মিডিয়াকেই নিজের উপার্জনের মাধ্যম করে নিয়েছেন। কিন্তু কী ভাবে?

হিমাংশু জানান, তাঁর বাবা পেশায় চা বিক্রেতা। চা বিক্রি একটা ঠেলা ছিল তাদের। যে পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়, মাল্টিমিডিয়া স্মার্টফোন সেই পরিবারের কাছে ছিল আকাশের চাঁদ। বন্ধুদের হাতে দেখেছিলেন, কিন্তু, নিজেও যে ওমন একটা ফোন কোনও দিন কিনতে পারবেন, তা ভাবতেও পারতেন না হিমাংশু। তবে শখ ছিল খুব।

ক্লাস টুয়েলভের পরীক্ষায় খুব ভাল রেজাল্ট করেন হিমাংশু। তারপরেই তাঁর আবদার মেনে নিয়ে বহু কষ্ট করে ছেলেকে একটা স্মার্টফোন কিনে দেন হিমাংশুর বাবা। আর ঠিক সেই দিন থেকেই বদলে যায় হিমাংশুদের ভাগ্য।

হিমাংশু জানান, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রোফাইল ছিল। তবে ইনস্টাগ্রামে নিজের একটা বিশেষ প্রোফাইল ক্রিয়েট করেন তিনি। যাঁর নাম হিমাংশু রাখেন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের নামে। এই প্রোফাইল থেকে মোটিভেশনাল স্পিচ দিতে শুরু করেন হিমাংশু। আর তা মুহূর্তেই পছন্দ হয়ে যায় মানুষের। হুহু করে বাড়তে থাকে ফলোয়ারের সংখ্যা।

এখন হিমাংশুর এপিজে আব্দুল কালাম ফ্যান পেজের ফলোয়ার এখন ১.৯ মিলিয়ন। এরপরে আরও একটি ইনস্টা প্রোফাইল খুলেছেন হিমাংশু। সেখানে তিনি স্বাস্থ্য সংক্রান্ত একাধিক টিপস শেয়ার করেন। নয় নয় করে সেই প্রোফাইলের ফলোয়ারের সংখ্যাও সাড়ে ৮ লাখ।

এই ২টি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মাসে ১ লাখ টাকা উপায় করেন বছর বাইশের হিমাংশু। তাঁর পরিবার এখন আর গরিব নয়। চাইলে এখন নিজের মনের মতো আরও কটা স্মার্টফোন কিনতে পারে সে। বিজ্ঞান যে আসলে অভিশাপ নয়, তা ফের প্রমাণ করে দেয় এই হিমাংশুরা। এঁরা, স্মার্টফোন নিয়ে মজে সময় নষ্ট করে না। এঁরা জানে, কী ভাবে তা সঠিক ভাবে ব্যবহার করতে হয়।

(Feed Source: news18.com)