বাগুইআটি নৃত্যাঙ্গনের আয়োজনে বসন্ত উৎসব শান্তিনিকেতনে

বাগুইআটি নৃত্যাঙ্গনের আয়োজনে বসন্ত উৎসব শান্তিনিকেতনে

খাতায়-কলমে দোল হয়তো পেরিয়ে গিয়েছে দিন কয়েক আগে, কিন্তু বসন্তকে কি অত সহজে ছাড়া যায়! আজও কংক্রিটের শহরের ঘুম ভাঙছে কোকিলের ডাকে, শিমুল-পলাশের আগুন ফুটছে এখনও। সেই রেশটুকু থাকতে থাকতেই বাগুইআটি নৃত্যাঙ্গন আয়োজন করেছিল বসন্তবন্দনার৷

গত ১৮ মার্চ শান্তিনিকেতনের সোনাঝুরি পল্লিতে ‘শান্তিনিকেতন সোসাইটি ফর ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন’ চত্বরে অনুষ্ঠান শুরু হয়েছিল বিকেল সাড়ে ৪টেয়। ‘নবীণ প্রাণের বসন্তে’ রবীন্দ্রগান, নৃত্য, শ্রুতিনাটক থেকে শুরু করে বাউল ও আধুনিকে এক অনন্য সন্ধ্যা সাজিয়ে ছিল সংস্থা। শান্তিনিকেতনের বিশিষ্ট অতিথির আসনে ছিলেন নৃত্যশিল্পী পলি গুহ, বিশিষ্ট ব্যক্তিত্ব দেবাশীষ কুমার, কবি দেবযানী কুমার বিশিষ্ট সাংবাদিক কুণাল সাহা প্রমুখ।

বীরভূমে বৃষ্টিবিঘ্নিত প্রকৃতির বসন্ত উৎসবে বাগুইআটি নৃত্যঙ্গনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, শ্রুতি নাটকে বিশিষ্ট ব্যক্তিত্ব দেবাশীষ কুমার ও কবি দেবযানী বসু কুমার, তানিয়া দাস, মধুমিতা বসু, দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, বাসবী বাগচী, শুভাশিস মজুমদার, শুভাশিস মিত্র-রা৷

(Feed Source: news18.com)