কালীঘাটের কাকুর নাম শুনে একী করলেন কুন্তল! একাই ১০০ কোটি?

কালীঘাটের কাকুর নাম শুনে একী করলেন কুন্তল! একাই ১০০ কোটি?

আসল নাম সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু বঙ্গজীবনে তিনি এখন কালীঘাটের কাকু বলেই পরিচিত। নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল প্রথম এই কালীঘাটের কাকুর পরিচয় ফাঁস করেছিলেন। কুন্তল ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল কি না তা নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। এদিকে এর আগেও কালীঘাটের কাকুর প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল কুন্তল ঘোষকে। তিনি জানিয়েছিলেন,আমার বাবার ভাইকে আমি কাকু বলে জানি।

এদিকে বৃহস্পতিবার আদালত চত্বরে সংবাদমাধ্যম কুন্তলের কাছে ফের জানতে চেয়েছিল কালীঘাটের কাকুর সঙ্গে আপনার সম্পর্ক কী?

আদালতে যাওয়ার পথে নানা কথা বলছিলেন কুন্তল। আচমকাই প্রশ্ন আসে, কালীঘাটের কাকুর সঙ্গে আপনার কী সম্পর্ক? একথা শুনেই অবাক করা কাণ্ড ঘটালেন কুন্তল। এদিন কুন্তল কালীঘাটের কাকুর নাম শুনেই চোখ বন্ধ করে ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করেন। এরপর অদ্ভূত মুখভঙ্গি করেন তিনি। কার্যত মুখ বেঁকিয়ে তিনি বলেন, আমার আর কিছু বলার নেই। এদিকে কুন্তল আর কারোর কথা বলতে চান কি না সেই প্রশ্নের উত্তরে তিনি কার্যত নেতিবাচক মন্তব্যই করেন। তবে এর আগে অবশ্য তিনি টপাটপ এর ওর নাম বলতেন।

এদিকে এর আগে তাপস মণ্ডল কিংবা গোপাল দলপতি দাবি করেছিলেন কুন্তলের কাছেই তারা কালীঘাটের কাকুর কথা শুনেছিলেন। কালীঘাটের কাকুর কাছে পেমেন্ট দেওয়ার ব্যাপারে কুন্তল বলতেন বলে দাবি করেছিলেন একাধিকজন।

এদিকে কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্র এর আগে দাবি করেছিলেন তাঁর সাহেব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে নিয়োগ দুর্নীতির ব্যাপারে তিনি কিছুই জানতেন না বলে জানিয়েছিলেন।

তবে তাৎপর্যপূর্ণভাবে কালীঘাটের কাকুর নাম শুনলেই এদিন কার্যত অদ্ভূত প্রতিক্রিয়া করলেন কুন্তল। অন্য়দিকে এদিন কুন্তল দাবি করেছেন জেরায় অভিষেকের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। এনিয়ে বিচারকের কাছে তিনি লিখিতভাবে জানিয়েছেন বলে নিজেই জানিয়েছেন। তিনি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। সেটাই লিখিতভাবে আদালতে জানিয়েছি। তবে এর আগেও তিনি জানিয়েছিলেন, আমরা বুক সিনা করে চলি। কেন্দ্রীয় সংস্থা নেতাদের নাম বলানোর জন্য চেষ্টা করছে। বলপূর্বক চেষ্টা করছে। ২১ বছর জেল খাটানোর কথা বলা হয়েছে। এদিকে তদন্তকারী এজেন্সির ধারণা, ১০০ কোটি টাকা একাই তুলেছিলেন কুন্তল। তদন্তে এমনটাই জানা যাচ্ছে।

এদিকে কুন্তলকে এর আগে ম্যাজিসিয়ান বলে উল্লেখ করেছিলেন তাপস মণ্ডল। তবে সেই ম্যাজিসিয়ান অবশ্য কালীঘাটের কাকুর নাম শুনলেই এড়িয়ে যাচ্ছেন।

(Feed Source: hindustantimes.com)