অভিষেকেই ৩ উইকেট নিয়ে বাজিমাত, চিনে নিন কেকেআরের মিস্ট্রি স্পিনার সুয়াশ শর্মাকে

অভিষেকেই ৩ উইকেট নিয়ে বাজিমাত, চিনে নিন কেকেআরের মিস্ট্রি স্পিনার সুয়াশ শর্মাকে

কলকাতা: আইপিএল শুরু অনেক আগেই কেকেআরের অনুশীলনে নজর কেড়েছিলেন সুয়াশ শর্মা। একটু ঘষে-মেজে নিতে পারলেই এই তরুণের লেগ স্পিনার ধাঁধা সমস্যায় ফেলতে পারে তাবড় তাবড় ব্যাটারদের তা তখনই বুঝতে পেরেছিল কেকেআর টিম ম্যানেজম্যান্ট। কেকআর সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর সঙ্গে যে আরও এক মিস্ট্রি স্পিনার পাওয়ার আভাস তখনই পাওয়া গিয়েছিল। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছাড়া আইপিএলের মত বড় মঞ্চের চাপ কতটা নিতে পারবে তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল। কিন্তু বৃহস্পতিবার ইডেনে আরসিবির মত তারকাখোচিত দলের বিরুদ্ধে স্বপ্নের অভিষেক করলেন সুয়াশ শর্মা।

আরসিবির বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না সুয়াশ শর্মা। কেকেআরের বোলিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন তিনি। কিন্তু অভিষেকেই যে এই ১৯ বছরের তরুণ লেগ স্পিনার বাজিমাত করে দেবেন তা কল্পনাও করতে পারেননি অনেকে। ৩ উইকেট নিয়ে ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি। ইডেনে নীতিশ রানা যখন সুয়াশ শর্নার হাচতে বল তুলে দেন তার আগে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীরা জোর ধাক্কাটা দিয়ে দিয়েছে। তবুও অভিষেক ম্যাচে বল করার একটা চাপ থেকেই যায়। কিন্তু সেই চাপ কাটিয়ে যে বোলিংটা এদিন সুয়াশ শর্মা করলেন তা অনবদ্য বললেও কম হবে। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। তার শিকারের ঝুলিতে রয়েছে দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত ও করণ শর্মাদের নাম। সুয়াশের বলের গতি, লাইন, লেংথ, গুগলি, লেগ স্পিনা সব কিছুই বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়ছিল আরসিবি ব্যাটারদের। অভিষেক ম্যাচেই নিজেকে প্রমাণ করতে পেরে খুশি এই তরুণ লেগ স্পিনার।

(Feed Source: news18.com)