জয়ে ফিরল লখনউ সুপার জায়ান্টস, টানা দ্বিতীয় ম্যাচে হার সানরাইজার্স হায়দরাবাদের

জয়ে ফিরল লখনউ সুপার জায়ান্টস, টানা দ্বিতীয় ম্যাচে হার সানরাইজার্স হায়দরাবাদের

লখনউ: একদিকে সিএসকে ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ে ফিরল লখনউ সুপার জায়ান্টস। অপরদিকে, পরপর দুটি ম্যাচে হতশ্রী পারফরম্যান্স করে হারের মুখ দেখতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। এডেন মার্করামের দলের বিরুদ্ধে ৫ উইকেট ও ২৪ বল বাকি থাকতে সহজ জয় পেল কেএল রাহুলের দল। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক। ব্যাটারদের ব্যর্থতার কারণে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কোনওমতে ১২১ রান করে হায়দরাবাদ। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ করে জয় তুলে নেয় এলএসজি। লখউয়ের হয়ে ৩৫ ও ৩৪ রানের ইনিংস খেলেন কেএল রাহুল ও ক্রুণা পাণ্ডিয়া। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ম্যাচের সেরা ক্রণাল পাণ্ডিয়া।

শুরু থেকেই লখনউয়ের বোলিং অ্যাটাকের সামনে একের পর এক উইকেট হারিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় অরেঞ্জ আর্মি। মার্ক উড, আভেস খান না থাকলেও এলএসজির স্পিন অ্যাটাকের সামনেই তাসের ঘরের মত ভেঙে পড়ে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন। এদিন এসআরএইচের হয়ে রাহুল ত্রিপাঠী ৩৪, অমলপ্রীত সিং ৩১ রানের ইনিংস না খেললে আরও লজ্জার মুখেে পড়তে হত। শেষের দিকে ১০ বলে ২১ রানের ইনিমস খেলেন আবদুল সামাদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২১ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। লখনউ সুপার জায়ান্টসের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ক্রুণাল পাণ্ডিয়া। ২টি উইকেট নেন অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন লখনউ সুপার জায়ান্টসের দুই ওপেনার কাইল মেয়ার্স ও কেএল রাহুল। ৩৫ রান জুটিতে যোগ করে তারা। তবে কাইল মেয়ার্স (১৩)এদিন বড় রান পাননি। দীপক হুডাও (৭) তাড়াতাড়ি সাজঘরে ফেরেন। এরপর ক্রুণাল পাণ্ডিয়া ও কেএল রাহুল এগিয়ে নিয়ে যায় দলের স্কোরবোর্ড। ঠান্ডা মাথায় ব্যাট করেন দুজন। প্রয়োজনে খেলেন আক্রমণাত্মক শট। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজন। দলের ১০০ রানের মাথায় আউট হন ক্রণাল পাণ্ডিয়া (৩৪)। এরপর দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়ে আউট হন কেএল রাহুল (৩৫)। ১১৪ রানে পরপর দুটি উইকেট হারায় লখনউ। খাতা না খুলেই সাজঘরে ফেরেন রোমারিও শেফার্ড। এরপর মার্কাস স্টয়নিস (১০) ও নিকোলাস পুরান (১১) অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

(Feed Source: news18.com)