Bollywood Updates: ফেসবুকে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক।
—ফাইল চিত্র।
মুম্বই: হিন্দু আবেগে আঘাত হানার অভিযোগ। ক্ষমা চাইতে হল শিল্পী লাকি আলিকে (Lucky Ali)। ফেসবুকে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক। বিতর্ক শুরু হতে বিতর্কিত পোস্টটি মুছেও দেন শিল্পী। কিন্তু তাতেই বিতর্ক থামেনি। লাগাতার আক্রমণ, হুমকির মুখে পড়তে হয় শিল্পীকে। তার জেরেই শেষ মেশ ক্ষমা চেয়ে নিলেন তিনি। যদিও গোটা ঘটনা নিয়ে বাড়াবাড়িই হয়েছে বলে মত লাকির অনুরাগীদের (Bollywood Updates)। তবে সেই বিতর্কে যেতে নারাজ শিল্পী নিজে।
দিন কয়েক আগের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে লাকি
কয়েক দিন আগে ফেসবুকে একটি লেখা পোস্ট করেন লাকি, যাতে বলা হয়, ‘ব্রাহ্মণ’ নামটির উৎপত্তি ‘ব্রহ্ম’ থেকে, যা আসলে এসেছে ‘অ্যাব্রাম’ থেকে…অ্যাব্রাহাম বা ইব্রাহিম থেকে নেওয়া হয়েছে সেটি…ব্রাহ্মণরা আসলে ইব্রাহিম আলাইহিসলামের বংশধর…সব রাষ্ট্রের পিতা…তাই কার্যকারণ বিবেচনা না করে এ নিয়ে এত তর্ক-বিতর্ক এবং লড়াই কেন?…’
এই পোস্ট ঘিরেই বিতর্ক।
লাকির ওই পোস্ট ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। শিল্পীর উদ্দেশে উড়ে আসে হুঁশিয়ারি, হুমকি। তাতেই মঙ্গলবার ক্ষমাপ্রার্থনা করেন লাকি। জানান, কাউকে আঘাত করা বা ক্ষোভের উদ্রেক ঘটনোর অভিসন্ধি ছিল না তাঁর। বরং সকলকে একসুতোয় বাঁধতে চেয়েছিলেন। তার জন্যই ওই পোস্ট। কিন্তু নিজের সিদ্ধান্তে অনুশোচনা বোধ হচ্ছে তাঁর।
বিতর্কের মুখে পড়ে ক্ষমা চাইলেন শিল্পী লাকি
ক্ষমাপ্রার্থনা করে দীর্ঘ পোস্টে লাকি লেখেন, ‘আমার পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলে দেখলাম। সকলকে একসুতোয় বাঁধতে চেয়েছিলাম। কিন্তু বুঝতে পারছি, আমি যা চেয়েছিলাম, যে ভাবে চেয়েছিলাম, তা হয়নি। কী লিখব, কী ভাবে লিখব, এ বার থেকে আরও সতর্ক থাকব। কারণ আমার হিন্দু ভাইবোনেরা আহত হয়েছেন দেখছি। তার জন্য অত্যন্ত দুঃখিত। আপনাদের সকলকে ভালবাসি আমি…’।
অভিনেতা মেহবুবের ছেলে লাকি। হিন্দি ভাষায় গান গান যাঁরা, সেই সব শিল্পীদের মধ্যে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। বহু দশক ধরে সঙ্গীতচর্চা করেন। তাঁর গলার আওয়াজ শুনেই নস্ট্যালজিয়া শুরু হয় বহু মানুষের। লাকি হাত পাকিয়েছেন অভিনয়েও। তবে বেশ কয়েক বছর ধরেই প্রচারের আলো থেকে দূরে লাকি। তবে দেশে-বিদেশে অজস্র অনুষ্ঠান করে বেড়ান।
(Feed Source: abplive.com)