শুভমন গিলের গড়ে যাওয়া ভিতে শেষ বেলায় নায়ক তেওয়াতিয়া, পঞ্জাবকে হারাল গুজরাত

শুভমন গিলের গড়ে যাওয়া ভিতে শেষ বেলায় নায়ক তেওয়াতিয়া, পঞ্জাবকে হারাল গুজরাত

মোহালি: পঞ্জাব কিংস দলের দেওয়া টার্গেট তাড়া করতে গুজরাতের খুব বেশি সমস্যা হবে না সেটা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার ছিল না। তবে পঞ্জাব দলে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার রাবাদা আজ ফিরেছিলেন। আইপিএলে যার সাফল্য প্রচুর। তাই তাকে সামলানো গেলেই এবং কিছুটা আর্শদীপকে সামলে দিতে পারলে গুজরাত জিতবে সেটাই ছিল স্বাভাবিক।

কিন্তু আজও ৮ করে আউট হার্দিক। শুভমন গিলকেকে সহায়তা করবে সেটাই ছিল প্রশ্ন। ছয় মারতে গিয়ে রাবাডার বলে শর্টের হাতে ক্যাচ দিয়ে আউট ঋদ্ধি। ৩০ রান করলেন তিনি। আরশদীপ সিংহ ফিরেই উইকেট নিলেন। গুজরাতের ছন্দে থাকা ব্যাটারকে ফেরালেন ১৯ রানে। ফিরলেন সুদর্শন।

ক্রিকেট যেমন দেয়, তেমন কেড়ে নেয়। এই কথাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি বুঝতে পারছেন গুজরাত টাইটানস দলের বাঁহাতি পেসার যশ দয়াল! ক্রিকেট এখন তার প্রতি নির্দয়। ফলে দল থেকে বাদ পড়তে হল বৃহস্পতিবার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভার পর্যন্ত খেলায় দাপট ছিল গুজরাতের। কিন্তু শেষ ওভারে সব হিসাব বদলে যায়।

(Feed Source: news18.com)