যৌন নির্যাতনের অভিযোগে দায়ের হয়েছে FIR, বিতর্কের মাঝে অবশেষে মুখ খুললেন কোহলি-সতীর্থ যশ দয়াল
লখনউ: মাসখানেক আগেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের প্রথম খেতাব জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন যশ দয়াল (Yash Dayal)। তবে তারপরেই বিরাট বিপাকে আরসিবি তথা উত্তরপ্রদেশের তারকা ক্রিকেটার। গাজিয়াবাদের এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের (Yash Dayal’s Sexual Exploitation Allegation) অভিযোগ করেছেন, দায়ের হয়েছে এফআইআরও। এই ঘটনায় এর আগে পর্যন্ত তার কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি। তবে শেষমেশ মুখ খুললেন যশ দয়াল। ২৭ বছর বয়সি ক্রিকেটার প্রয়াগরাজ পুলিশ স্টেশনে ওই মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ করেছেন। খুলদাবাদ পুলিশ স্টেশনে যশ ওই…





