২৪ ঘণ্টায় ১২ টি রেল ইঞ্জিন তৈরি করে নজির চিত্তরঞ্জনের

২৪ ঘণ্টায় ১২ টি রেল ইঞ্জিন তৈরি করে নজির চিত্তরঞ্জনের

পশ্চিম বর্ধমান: নতুন নজির গড়ল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। মাত্র একদিন অর্থাৎ ২৪ ঘণ্টায় ১২ টি বৈদ্যুতিন রেল ইঞ্জিন তৈরির রেকর্ড করল তারা।

চিত্তরঞ্জন লোকোমোটিভ সূত্রে জানা গিয়েছে, মার্চের শেষ দিকে তারা এই রেকর্ড করেছে। গত ২৯ মার্চ সিএলডব্লিউ-র সকল কর্মী, আধিকারিকরা মিলে রাতদিন কাজ করে এই সাফল্য অর্জন করেছেন। সেখানকার আধিকারিকরা মনে করছেন, এর আগে যে সমস্ত কৃতিত্বের পালক চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসের মুকুটে ছিল সেগুলির থেকে এই সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন প্রধান কাঁচামাল সরবরাহ নিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে একদিনে এই রেকর্ড সংখ্যক ট্রেনের ইঞ্জিন তৈরি করা বিশাল সাফল্যের পরিচয়।

এই সাফল্যের জন্য চিত্তরঞ্জন লোকোমোটিভের জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ সংস্থার সকল কর্মী এবং আধিকারিককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এটা অসাধারণ এক সাফল্য। কর্মী ও আধিকারিকদের যৌথ প্রচেষ্টার ফলে এই সাফল্য অর্জন করা গিয়েছে। আগামী দিনেও তাঁরা এই সাফল্য ধরে রাখতে চান বলে জানান জিএম।

(Feed Source: news18.com)