কলকাতা: এসএসসি মামলার তদন্তে এবার সাপুরজি এলাকার বি ব্লকে সিবিআই-এর দল। সিআরপিএফ জওয়ান নিয়ে ঢুকল সিবিআই। জানা যায়, নিউটাউনের সাপুরজি কনস্ট্রাকশন-এর অফিসে হানা দেয় সিবিআই, জিজ্ঞাসাবাদ করছে অফিসের কর্মীদের। চলছে তল্লাশি।
প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সাপুরজি কনস্ট্রাকশন-এর অফিসে তল্লাশি চালায় সিবিআই। জানা যায়, সাপুরজি কনস্ট্রাকশন-এর অফিসের পাশে একটি ফাঁকা জমিতে প্রথম গিয়েছিল সিবিআই। সেই জমি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে অফিসে হানা দেয় কেন্দ্রীয় দল। কতটা জমি? কতটা কনস্ট্রাকশন হয়েছে? জিজ্ঞাসাবাদ করে সিবিআই, দেখতে চায় নথি।
এসএসসি নবম দশম মামলার তদন্তে ফের তৎপর সিবিআই। শুক্রবার একই সঙ্গে রাজ্যের ৬ জায়গায় তল্লাশি চালাল সিবিআইয়ের ৫টি দল৷ মুর্শিদাবাদের তিন জায়গা, বীরভূম-সহ বিভিন্ন জেলায় শুক্রবার তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। শুক্রবার ভোর ৫টা নাগাদ নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের পাঁচটি টিম বের হয়। তাঁদের সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী।
সিবিআই সূত্রে খবর, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে নিতাই সাহা নামে একজনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই-এর একটি দল। অভিযোগ, এই নিতাই ছিলেন এসএসসি কাণ্ডের অন্যতম এজেন্ট।
পাশাপাশি, এদিন মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতেও যায় সিবিআইয়ের দ্বিতীয় দল। সিবিআই সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল মুর্শিদাবাদের বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। জীবনকৃষ্ণের রেকমেন্ডেশনে নাকি দিয়ে চাকরি হয়েছিল একাধিক অযোগ্য প্রার্থীর। প্রসঙ্গত, এই জীবনকৃষ্ণ হলেন এজেন্ট নিতাইয়েই শ্বশুর।
অভিযোগ, এদিন জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি প্রার্থীতালিকা উদ্ধার করেছে সিবিআই৷ এছাড়া, কার কার কাছে কত টাকা পাঠানো হত সেই লিস্টও উদ্ধার হয়েছে৷ এমনকি, বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও নথিও পেয়েছ সিবিআই৷
সিবিআইয়ের তৃতীয় দল যায় মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়কের বাড়িতে। কিন্তু উনি চিকিৎসা কারণে কলকাতায় এসেছেন বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে খবর, এঁর সঙ্গেও নাকি যোগাযোগ ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের।
এছাড়াও, বীরভূমে যায় সিবিআইয়ের একটি দল। তদন্তে অগ্রগতি আনতে কিছু দিন আগেই সাত আধিকারিককে নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিল সিবিআই। তারপরেই এদিন একযোগে একগুলো অভিযান৷
Hi, this weekend is nice in favor of me, as this time i am reading this wonderful informative piece
of writing here at my house.