এসএসসি মামলার নয়া মোড় ? এবার নিউটাউনে সাপুরজি কনস্ট্রাকশন-এর অফিসে সিবিআই
কলকাতা: এসএসসি মামলার তদন্তে এবার সাপুরজি এলাকার বি ব্লকে সিবিআই-এর দল। সিআরপিএফ জওয়ান নিয়ে ঢুকল সিবিআই। জানা যায়, নিউটাউনের সাপুরজি কনস্ট্রাকশন-এর অফিসে হানা দেয় সিবিআই, জিজ্ঞাসাবাদ করছে অফিসের কর্মীদের। চলছে তল্লাশি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সাপুরজি কনস্ট্রাকশন-এর অফিসে তল্লাশি চালায় সিবিআই। জানা যায়, সাপুরজি কনস্ট্রাকশন-এর অফিসের পাশে একটি ফাঁকা জমিতে প্রথম গিয়েছিল সিবিআই। সেই জমি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে অফিসে হানা দেয় কেন্দ্রীয় দল। কতটা জমি? কতটা কনস্ট্রাকশন হয়েছে? জিজ্ঞাসাবাদ করে সিবিআই, দেখতে চায় নথি। এসএসসি নবম…