জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো ও জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই-এর তলব। ১৬ এপ্রিল, রবিবার কেজরিওয়ালকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুল্ক নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। নিঃসন্দেহে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাত্পর্যপূর্ণ এই নাটকীয় মোড়। কারণ কদিন আগেই জাতীয় দলের তকমা পেয়েছে আপ। আর ন্যাশনাল পার্টি স্ট্যাটাস পাওয়ার পরই তাঁকে তলব করল সিবিআই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে তলব করল সিবিআই।
CBI summons Delhi CM and AAP national convenor Arvind Kejriwal on April 16 to question him in the excise policy case. pic.twitter.com/jlStNKhU2Y
— ANI (@ANI) April 14, 2023
প্রসঙ্গত, এতদিন আঞ্চলিক দল হিসেবেই স্বীকৃত ছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। সম্প্রতি জাতীয় রাজনীতিতে আপ নিজের পরিচয় আরও পোক্ত করে। দিল্লির সীমানা পার করে ভিন রাজ্যেও খাতা খুলেছে আম আদমি পার্টি। যদিও লোকসভায় এখনও আপের ঝুলিতে শূন্য আসন। তবে রাজ্যসভায় তাদের ১০ জন প্রতিনিধি রয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় দলের তকমা মিলেছে আপের।
উল্লেখ্য, জাতীয় দল বা ন্যাশনাল পার্টি হতে গেলে নিয়ম অনুযায়ী তিনটি শর্তের মধ্যে ন্যূনতম একটি পূরণ করতে হয়। এক, লোকসভায় অন্তত ৪টি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে। দুই, লোকসভায় ৩টি রাজ্য থেকে অন্তত ১১টি আসন জিততে হবে। তিন, অন্তত ৪টি রাজ্যে রাজ্য দলের তকমা পেতে হবে। এহেন প্রেক্ষাপটে জাতীয় দলের তকমা মিলতেই আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘এটা বিস্ময়কর ঘটনা। ২০১২ সালের ২৬ নভেম্বর তৈরি দল সাড়ে ১০ বছরেই আঞ্চলিক দল থেকে জাতীয় দল হয়ে উঠেছে।’
দিল্লিতেই আত্মপ্রকাশ করেছিল আপ বা আম আদমি পার্টি। তারপর ধীরে ধীরে পাঞ্জাবে আপ নিজেদের শক্তি বৃদ্ধি করে। এরপর পাঞ্জাব জয় জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তাঁদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তোলে। দিল্লির দল হলেও প্রথম থেকেই একাধিক রাজ্যে ভোটে লড়ে আপ। গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে লড়েছে আপ। খাতা খুলতে না পারলেও আপ লড়াইয়ের ময়দান ছাড়েনি। আসন্ন কর্ণাটক নির্বাচনেও সব আসনে আপ প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।
(Feed Source: zeenews.com)