গোয়ায় SCO গোষ্ঠীর দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক, আসতে পারেন পাক মন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি

গোয়ায় SCO গোষ্ঠীর দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক, আসতে পারেন পাক মন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি

নয়াদিল্লি: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আগামী মাসে ভারতে আসতে পারেন পাকিস্তানের (Pakistan Foreign Minister) বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। ২০১৪ সালে নওয়াজ শরিফের ভারত-সফরের এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রী ভারতের মাটিতে পা দিতে চলেছেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ওই বৈঠক উপলক্ষ্যে গোয়া আসার কথা বিলাবলের। সেক্ষেত্রে ৪-৫ মে এদেশে থাকবেন তিনি।

বৈঠক সম্পর্কে…
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি একটি গোষ্ঠী। রাশিয়া, চিন, ভারত ও পাকিস্তান এই গোষ্ঠীর সদস্য। এই চারটি দেশের বিদেশমন্ত্রীদের গোয়ায় বৈঠকে বসার কথা। ২০১৭ সালের জুন মাসে SCO-র পূর্ণ সময়ের সদস্য হয়েছিল ভারত। চারটি সদস্য দেশ ছাড়াও বেশ কয়েকটি অবজার্ভার বা পর্যবেক্ষক রাষ্ট্রও রয়েছে SCO-তে। আফগানিস্তান, ইরান, বেলারুশ ও মঙ্গোলিয়া রয়েছে এই তালিকায়। তা ছাড়া, আলোচনা ছটি দেশ রয়েছে ‘ডায়লগ পার্টনার’ হিসেবেও। দুদশক আগে তৈরি এই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন আঞ্চলিক কূটনীতির অন্যতম শক্তিশালী কেন্দ্র হিসেবে উঠে আসে। সদস্যরাষ্ট্রদের মধ্যে আর্থিক, রাজনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়ানোর জন্যই এটি তৈরি করা হয়েছিল। সদস্য রাষ্ট্রগুলি গোটা বিশ্বের ২৫ শতাংশ জিডিপি নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক ভাবেই এই গোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে নজর থাকবে গোটা বিশ্বেরই। তার উপর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের চাপ সত্ত্বেও বিলাবলের এ দেশে আসার খবর আলাদা নজর কেড়েছে।

শেহবাজের বার্তা…
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অবশ্য চলতি বছরের গোড়াতেই ভারতের সঙ্গে সহাবস্থান বজায় রেখে চলার বার্তা দেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিন-তিনটি যুদ্ধ থেকে যথেষ্ট শিক্ষা হয়েছে তাঁর দেশের। সংঘাত নয়, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে গঠনাত্মক আলোচনাতেই আগ্রহী তাঁরা। দুবাইয়ের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন শেহবাজ। তিনি বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বার্তা দিতে চাই আমি যে, চলুন একসঙ্গে আলোচনায় বসি আমরা। কাশ্মীরের মতো জ্বলন্ত সমস্যার সমাধান করতে হলে সুস্থ আলোচনার প্রয়োজন। শান্তিপূর্ণ ভাবে পারস্পরিক সহাবস্থান বজায় রাখব, নাকি পরস্পরের সঙ্গে ঝামেলা করে সময় এবং সম্পদ নষ্ট করে যাব, তা আমাদেরই ঠিক করতে হবে।’ এই মন্তব্যের পর বিলাবলের ভারতে আসার খবরে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে।

(Feed Source: abplive.com)