মরসুমে তিনশো রানের গণ্ডি পার, পাঞ্জাবের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়ে অরেঞ্জ ক্যাপ দখলেই রাখলেন ফা

মরসুমে তিনশো রানের গণ্ডি পার, পাঞ্জাবের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়ে অরেঞ্জ ক্যাপ দখলেই রাখলেন ফা

কলকাতা: পাঁজরে চোটের কারণে বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটিং করলেও, ফিল্ডিং করেননি আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি (Faf du Plessis)। তবে সম্পূর্ণ ফিট না হলেও, দুরন্ত ইনিংস খেলে এ মরসুমের এখনও পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ (Orange Cap) নিজের দখলেই রাখলেন ফাফ ডুপ্লেসি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসি। এই ইনিংসের সুবাদেই এ মরসুমে প্রথম ব্যাটার হিসাবে তিনশো রানের গণ্ডিও পার করে ফেললেন আরসিবি অধিনায়ক।

শীর্ষে ফাফ

ফাফ এখনও পর্যন্ত ১৬৬.৫০ স্ট্রাইক রেট ও ৬৮.৬০ গড়ে মোট ৩৪৩ রান করে ফেলেছেন। ফাফের পাশাপাশি বৃহস্পতিবার রান পান তাঁর আরসিবি সতীর্থ তথা ওপেনিং পার্টনার বিরাট কোহলিও (Virat Kohli)। পাঞ্জাবের বিরুদ্ধে ফাফ ও বিরাট ওপেনিংয়ে ১৩৭ রান যোগ করেন। বিরাট ৫৯ রান ইনিংস খেলেন। তিনি চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ২৭৯ রান রয়েছে করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন। আবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভড ওয়ার্নারও (David Warner) রাতের ম্যাচে দুরন্ত অর্ধশতরান হাঁকান।

কেকেআরের বিরুদ্ধে ৫৭ রান করে তিনি তালিকায় ফাফের পরে, বিরাটের আগে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়ার্নার। তিনি এখনও পর্যন্ত এ মরসুমে মোট ২৮৫ রান করেছেন। তিনি চলতি মরসুমে এখনও পর্যন্ত ৪৭.৫০-র গড় ও ১২০.৭৬-র স্ট্রাইক রেটে রান করেছেন। কেকেআরের গত ম্য়াচে শতরান হাঁকিয়ে কিছু সময়ের জন্য বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) অরেঞ্জ ক্যাপ নিজের দখলে আনতে সক্ষম হয়েছিলেন। তিনি অবশ্য আজকের ম্যাচে নাইটদের সঙ্গে স্কোরবোর্ডে এক রানও যোগ করতে পারেননি। বেঙ্কটেশ আপাতত ১৬৮.৩৪-র স্ট্রাইক রেট ও ৩৯-র গড়ে ২৩৪ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড় পঞ্চম স্থানে রয়েছেন।

১৫ নম্বরে রিঙ্কু

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী ইংল্যান্ড তথা রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটার জস বাটলার। রাজস্থান ওপেনার ৪০.৬৭ গড়ে ও ১৪৬.৯৮-র স্ট্রাইক রেটে মোট ২৪৪ রান করেছেন। প্রসঙ্গত, বাটলার ছাড়া আর কোনও কেকেআর তারকা অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম দশেও নেই। রিঙ্কু সিংহ ৪৫-র গড় ও ১৫৬.৫২ স্ট্রাইক রেটে মোট ১৮০ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে আপাতত ১৫ নম্বরে।

(Feed Source: abplive.com)