স্পিন এবং কনওয়ের দাপটে জিতল চেন্নাই, অস্তমিত হল সানরাইজার্স সূর্য

স্পিন এবং কনওয়ের দাপটে জিতল চেন্নাই, অস্তমিত হল সানরাইজার্স সূর্য

চেন্নাই: মহেন্দ্র সিং ধোনির বয়স হয়েছে, কিন্তু ক্রিকেটের বুদ্ধিটা পাল্লা দিয়ে বেড়েছে। তিনি যেমনটা ভাবতে পারেন, অন্য কেউ ভাবতে পারে না। বিপক্ষ দলের দুর্বল স্থানে কিভাবে আঘাত করতে হবে সেটা ধোনির থেকে ভাল বিশ্ব ক্রিকেটে কেউ জানে না। ঘরের মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। হ্যারি ব্রুক ও অভিষেক শর্মা শুরুটা ভাল করছিলেন।

পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তাঁরা। চেন্নাইকে প্রথমে খেলায় ফেরান আকাশ সিংহ। ১৮ রানের মাথায় ব্রুককে আউট করেন তিনি। আর সেখানেই আটকে গেল হায়দরাবাদ। মাহেশ থিকশানা, রবীন্দ্র জাডেজা ও মইন আলি ব্যাটারদের সমস্যায় ফেললেন। চিপকের উইকেটে বল ঘুরল। তার ফলে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল।

তিন স্পিনার হায়দরাবাদ ব্যাটসম্যানদের অবস্থা খারাপ করে দিলেন। কেন মহেন্দ্র সিং ধোনি শুধু অধিনায়কত্ব দিয়েই দলে থাকতে পারেন সেটা আবার প্রমাণ করলেন। ঘরের মাঠে ম্যাচ জিততে ১৩৫ রান করতে হত ধোনিদের। ব্যাট করছে নেমে চেন্নাইয়ের ঋতুরাজ এবং কনওয়ে দুর্ধর্ষ শুরু করলেন। ৮৭ রানের পার্টনারশি হল। এখানে নিশ্চিত হয়ে গিয়েছিল চেন্নাইয়ের জয়।

(Feed Source: news18.com)