ত্রিপুরা থেকে কলকাতার পথে মাঝ আকাশেই পেটে প্রবল যন্ত্রণা, মৃত্যু বিমানযাত্রীর

ত্রিপুরা থেকে কলকাতার পথে মাঝ আকাশেই পেটে প্রবল যন্ত্রণা, মৃত্যু বিমানযাত্রীর

মর্মান্তিক ঘটনা। এয়ার ইন্ডিয়ার বিমানে আগরতলা থেকে কলকাতায় আসছিলেন এক যাত্রী। আর সেই বিমানেই মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিমানবন্দরে নামানোর পরে মৃ্ত্যু হয় তাঁর। মৃতের নাম শুক্লা দাস। বয়স ৪১ বছর। তিনি দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। তাঁর আসল বাড়ি দক্ষিণ ত্রিপুরায়।

সূত্রের খবর, বিমানটি যখন মাঝ আকাশে ছিল তখন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছিল তাঁর। এরপর বিমানটি কলকাতা বিমানবন্দরে নামলে তাঁকে দ্রুত বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর বিমানের মধ্যেই ওই ব্যক্তি প্রচন্ডে পেটে যন্ত্রণা অনুভব করেন। কার্যত ছটফট করছিলেন তিনি। এরপর বিমান থেকে কলকাতা বিমান বন্দরের সঙ্গে যোগাযোগ করা হয়। একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে সেখান থেকে জানানো হয়। এরপরই কলকাতা বিমানবন্দরেই দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করা হয়। যাতে ওই ব্যক্তি বিমান থেকে নামলেই তাঁকে প্রয়োজনীয় সহায়তা করা যায়। এরপর বিমান অবতরণ করতেই দ্রুত ওই যাত্রীকে বিমানবন্দর সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু সূত্রের খবর, হাসপাতালে তাঁকে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হচ্ছিল। সম্ভবত তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তবে জানা গিয়েছে ওই ব্যক্তি চিকিৎসার জন্যই কলকাতায় আসছিলেন। কিন্তু বিমানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর প্যাঙ্কাইটিসের সমস্যা রয়েছে। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

এদিকে এভাবে বিমানে অসুস্থ হয়ে পড়া ও তারপর বিমান অবতরণ করার পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট তৎপরতা শুরু হয়েছিল। কিন্তু তাঁর প্রাণ রক্ষা করা যায়নি। তাঁর কী ধরনের অসুস্থতা ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

(Feed Source: hindustantimes.com)