মেয়াদ শেষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের, এবার কে? রাজভবনে নাম পাঠিয়েছে রাজ্য

মেয়াদ শেষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের, এবার কে? রাজভবনে নাম পাঠিয়েছে রাজ্য

শিক্ষা দফতরকে না জানিয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী বাত্য বসু। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য অশীষকুমার চট্টোপাধ্যায়ের মেয়াদ শেষ হয়েছে। তাঁর মেয়াদ বাড়ানোর সুপারিশ করে রাজভবনে ফাইল পাঠিয়েছে শিক্ষা দফতর। সেই ফাইলে সই কি করবেন রাজ্যপাল? এখন তা নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে।

রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার মুম্বই গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে থেকে তিনি কেরলে গিয়েছেন। বর্তমানে সেখানেই রয়েছেন। তাই এর মধ্যে তিনি ফাইলে সই করতে পারবেন না বলেই মনে করছেন শিক্ষা দফতরের আধিকারিকরা। কিন্তু তাঁদের প্রশ্ন পরেও কি করবেন? সম্প্রতি রাজ্যপাল রাজ্যের অধীনস্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য হল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে একই দিনে দু’বার যাওয়া।

প্রথমবার সকালে যখন যান সেই সময় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হাজির ছিলেন না। রাজ্যপাল এসেছেন খবর পেতে দ্রুত বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। সেই সময় তিনি উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন। পরে বিকালে যখন যান, তখন তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। জাতীয় শিক্ষা নীতি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন। রাজভবন সূত্রের খবর, প্রথমবার তিনি বিশ্ববিদ্যালয় কর্মসংস্কৃতি দেখতে গিয়েছিলেন।

শিক্ষা দফতরের আধিকারিকদের মতে, রাজ্যপাল দফতরের সুপরিশ মতো অশীষকুমার চট্টোপাধ্যায়ের মেয়াদ নাও বাড়াতে পারেন। সে ক্ষেত্রে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো নিজের পছন্দমতো প্রার্থী বেছে নিতে পারেন। ফলে রাজ্য-রাজ্যপাল নতুন করে সংঘাতের রাস্তা তৈরি হতে পারে। আবার উল্টোটাও হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে তিনি কী সিদ্ধান্ত নেবেন তা স্পষ্ট হবে রাজ্যপাল বোস কেরল থেকে ফিরে আসার পর।

(Feed Source: hindustantimes.com)