অনুশীলনের কোনও বিকল্প নেই- টাইটানসকে জিতিয়ে কী বললেন ম্যাচের নায়ক মোহিত শর্মা?

অনুশীলনের কোনও বিকল্প নেই- টাইটানসকে জিতিয়ে কী বললেন ম্যাচের নায়ক মোহিত শর্মা?

শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন খেলেছেন আইপিএল-এ। চেন্নাই সুপার কিংসের মতন দলের একেবারে প্রথম একাদশে খেলা মোহিত শর্মার কেরিয়ারে হঠাৎ করেই আসে খারাপ সময়। প্রথম একাদশে খেলা বোলার থেকেই নেট বোলারের ভূমিকায় যেতে হয় তাঁকে। সেখান থেকে ফের একবার গুজরাট টাইটানসের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন মোহিত শর্মা। শনিবাসরীয় দুপুরের ম্যাচে সেই মোহিত হয়ে উঠলেন গুজরাটের ত্রাতা। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে লো স্কোরিং ম্যাচে দলকে এনে দিলেন জয়। ম্যাচের সেরা হয়ে মোহিত জানিয়ে দিলেন অনুশীলনের কোনও বিকল্প নেই। পাশাপাশি তাঁর বক্তব্য কোন বিষয় নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই।

চলতি আইপিএলের সর্বনিম্ন স্কোরকে এদিন লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধেই ডিফেন্ড করার কৃতিত্ব অর্জন করেছে গুজরাট টাইটানস দল। আর তা সম্ভব হয়েছে বল হাতে মোহিত শর্মাদের পারফরম্যান্সের পরেই। ম্যাচ সেরা হয়ে এ দিন মোহিত জানিয়েছেন ‘এই পারফরম্যান্স সত্যিই আলাদা বা স্পেশাল কিছু নয়। সবকিছু খুব স্বাভাবিক বিষয়। আমার যেটা মনে হয় আমি ধারাবাহিকতা দেখাতে পেরেছি। ম্যাচে সব সময় ফোকাস ধরে রাখতেই হবে। সেই ভাবেই তৈরি হতে হবে। প্রতিটি ম্যাচে প্রতিটি ক্ষেত্রে শতভাগ তৈরি থাকতে হবে। আর সেটা সবসময়ে সাহায্য করে। অনুশীলন চালিয়ে যেতে হবে। কঠোর অনুশীলনের বিকল্প নেই। বেসিক জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। কোন জিনিস নিয়ে অযথা ভাবলে চলবে না। সেই বিশ্বাসটা নিজের উপর ছিল। নেহরা (আশিস) আমাদেরকে বলেছিল নিজের পরিকল্পনা অনুযায়ী সবসময়ে বোলিং করতে। আমি নিজের পরিকল্পনা বাস্তবায়নেই ফোকাস করেছি। সবসময় চেষ্টা করেছি যাতে করে আমি কি বল করছি তা ব্যাটাররা বুঝতে না পারে।’

শনিবাসরীয় ম্যাচে এ দিন প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানস দল ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করতে সমর্থ হয়। ওপেনার ঋদ্ধিমান সাহা ৩৭ বল খেলে করেন ৪৭ রান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৫০ বলে ৬৬ রান করেন। লখনউয়ের হয়ে ক্রুণাল পান্ডিয়া এবং মার্কাস স্টোইনিস দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে সুপার জায়ান্টসরা ৭ উইকেট হারিয়ে ১২৮ রানেই আটকে যায়। অধিনায়ক এবং ওপেনার কেএল রাহুল ৬১ বলে করেন ৬৮ রান। কাইল মায়ার্স ২৪ এবং ক্রুণাল পান্ডিয়া করেন ২৩ রান। এ ছাড়া আর বলার মতন রান পাননি কোনও ব্যাটার। মোহিত শর্মা ৩ ওভার বল করে ১৭ রান দিয়ে নেন দুটি উইকেট।

(Feed Source: hindustantimes.com)