দেড় কোটি টাকায় বিক্রি হতে চলেছে স্কটল্যান্ডের দ্বীপ

দেড় কোটি টাকায় বিক্রি হতে চলেছে স্কটল্যান্ডের দ্বীপ

এডিনবরা: দেড় কোটি টাকায় বিক্রি হতে চলেছে স্কটল্যান্ডের এক প্রত্যন্ত দ্বীপ। নাম? Barlocco। জনবসতিহীন ওই দ্বীপে একটি ডোবা রয়েছে যেটি বন্যার সময় জলে ভরে যায়। শীতের সময়টা সেখান থেকেই গবাদি পশু ও বাকি প্রাণীদের তৃষ্ণা নিবৃত্তি হয়। দ্বীপটিতে পৌঁছতে হলে একমাত্র উপায় নৌকা। নুড়ি বিছানো একটি সৈকতও রয়েছে।
কী বলছে সংস্থা?
Galbraith গ্রুপ অর্থাৎ যে সংস্থাটি এই দ্বীপের বিক্রিবাটার দিকটি দেখছে, তাদের প্রতিনিধি অ্যারন এডগার বলেন, ‘এখনও ব্যক্তিগত দ্বীপ কেনা নিয়ে রোম্যান্টিক একটা ভাবাবেগ রয়েছে, যেখানে প্রত্যেক দিনের চিৎকার-চেঁচামেচি থেকে দূরে প্রকৃতির কোলে শান্তিতে কিছুটা সময় কাটানো যায়।’  Barlocco সে দিক থেকে আদর্শ জায়গা। ওই দ্বীপ থেকে সবচেয়ে কাছের শহরটি অন্তত ৬ মাইল দূরে। নিকটতম রেল স্টেশনে পৌঁছতেও ঘণ্টাখানেক লাগে। লন্ডন এবং এডিনবরা প্রায় ৩৫০ মাইল ও ১০০ মাইল দূরে।

দ্বীপ সম্পর্কে…
প্রায় ২৫ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই দ্বীপ। যে দিকে দু’চোখ যায়, ঘন সবুজ ঘাস। সৈকতের দিকে এগোলে অবশ্য পাথুরে জমির ভাগ বাড়তে থাকবে। তবে এখানেই Barlocco-র সৌন্দর্য সবথেকে মনকাড়া। অন্যতম বড় সি-বার্ড পপুলেশনও রয়েছে এখানে। তবে এই দ্বীপ নিয়ে কোনও ধরনের নতুন পরিকল্পনার কথা জানা নেই। যদি তা করতে হয়, তা হলে তাঁকে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে নিতে হবে, জানিয়েছে ওই সংস্থা। যাঁরা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাঁদের কাছে এই দ্বীপ অত্যন্ত বড় প্রলোভন। তা ছাড়া বিবিধ বন্যপ্রাণের আস্তানা এটি। এখানে  black-backed gulls নামে এক ধরনের পাখির খোঁজ পাওয়া যায়। বস্তুত, এখানে এমন বিরল ‘ফ্লোরা’ এবং ‘ফনা’ পাওয়া যায় যে জায়গাটি ঘিরে আলাদা উৎসাহ রয়েছে ব্রিটেনে। সেই উৎসাহ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওই দ্বীপকে এবার বিক্রির পথে সংস্থাটি। প্রসঙ্গত, সংস্থার তরফে এডগার বলেন, ‘স্কটল্যান্ডে একাধিক দ্বীপ বিক্রির অভিজ্ঞতা থেকে বলতে পারি, ঘরোয়া ও আন্তর্জাতিক স্তরে অনেকেই ব্যক্তিগত দ্বীপ কেনার ব্যাপারে বিপুল উৎসাহ দেখাচ্ছেন।’ তা হলে এই দ্বীপটি কার বরাতে রয়েছে? একদিকে বন্যপ্রাণ, অন্য দিকে ঘন সবুজ ঘাস আর অদূরেই সৈকতের অমোঘ হাতছানি দেখে কে আসবেন তার দিকে? বলবে সময়।

(Feed Source: abplive.com)