জীবনের ‘অর্ধশতরান’, শুভেচ্ছা-বহরে ভাসছেন ক্রিকেটঈশ্বর

জীবনের ‘অর্ধশতরান’, শুভেচ্ছা-বহরে ভাসছেন ক্রিকেটঈশ্বর

মুম্বই : শত-শতকের মালিক পা রাখলেন জীবনের অর্ধশতরানে। জীবনের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar 50th Birthday)। ক্রিকেট ঈশ্বরের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। ক্রিকেটার থেকে চলচ্চিত্র সেলিব্রিটি, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, সকাল থেকেই সোশাল জুড়ে ‘হ্যাপি বার্থ ডে সচিন’-এ মুখরিত। এবারে পঞ্চাশে পা দিচ্ছেন বলেই কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল সেলিব্রেশন। দিন দুই আগেই ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচের মাঝে স্টেডিয়ামেই পালন করা শুরু হয়ে গিয়েছিল উদযাপন। আর সোম-সকাল থেকে তার মাত্রা বেড়েছে। টুইটারে সকাল থেকেই ট্রেন্ড ‘গ্রেটেস্ট অল অল টাইম, হ্যাপি বার্থডে’।

দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে অনন্য রেকর্ড-ঝুলি তৈরি করে ক্রিজ ছেড়েছেন ক্রিকেট ঈশ্বর। ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচে চোখ ধাঁধানো ৩৪ হাজার ৩৫৭ রান রয়েছে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে। সচিন তেন্ডুলকারই ক্রিকেট ইতিহাসে এখনও একমাত্র ব্যাটার যার ঝুলিতে রয়েছে একশো শতরান করার অনন্য নজির। টেস্ট ক্রিকেটে ৫১ শতরানের পাশাপাশি ২০০ ম্যাচে ১৫ হাজার ৯২১ রান রয়েছে সচিনের। যাও এখনও পর্যন্ত কোনও ব্যাটারের পক্ষে সর্বোচ্চ। শুধু রেকর্ডের খতিয়ানের খাতাই নয় সচিনের চওড়া ব্যাটের আস্থায় থাকত আসমুদ্রহিমাচল। মাস্টার ব্লাস্টার ক্রিজে থাকলে ভরসায় বুক বাঁধতেন ভারতীয়রা। তাই শুধু হিসেব-নিকেষেই নয়, সচিনের সঙ্গে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের টান কার্যত নাড়ির।

সচিনের জন্মদিনে তাঁর একসময়ের ওপেনিং পার্টনার তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ মাস্টার ব্লাস্টারের শীর্ষাসন করার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘মাঠে আপনি যা বলতেন, তার উল্টোটাই করে গেছি, তাই ৫০-তম জন্মদিনের বিশেষ দিনে আপনার শীর্ষাসন করার ভিডিও দিতেই হল। সচিন পাজি হ্যাপি বার্থডে, তুম জিও হাজারো সাল।’ সহবাগ ছাড়াও ক্রিকেট-মহলের অনেকেই বার্থডে উইশ করেছেন সচিনকে। পিছিয়ে নেই চলচ্চিত্র জগতের তারকারাও।

(Feed Source: abplive.com)