Locket Chatterjee: চুরি করার সময় তো রক্ষাকবচ দরকার হয়নি, পার্থকে খোঁচা লকেটের

Locket Chatterjee: চুরি করার সময় তো রক্ষাকবচ দরকার হয়নি, পার্থকে খোঁচা লকেটের

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আদালতের কাছে রক্ষাকবচ চাওয়ার আবেদন খারিজ হয়ে যায়। এই রক্ষাকবচ নিয়েই এবার পার্থকে বিঁধলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পার্থকে নিশানা করেই তাঁর কটাক্ষ, ‘‌চুরি করার সময় তো রক্ষাকবচের দরকার হয়নি।’‌

ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহে ফের তাঁকে তলব করা হয়েছে। পার্থকে সিবিআইয়ের তলব নিয়ে বিজেপি নেত্রী জানান, ‘‌বড় বড় রাঘববোয়ালরা সব ধরা পড়ছে। বড় বড় সাংবাদিক বৈঠক করত। বিজেপির নামে বড় বড় কথা বলত। এখন নিজেরাই সব বড় বড় স্ক্যাম। মানুষ দেখুক। মানুষই এর বিচার করবে।’‌ একইসঙ্গে বিজেপি সাংসদ জানান, ‘‌স্কুলে ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ শুনেছি। এখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ডিভিশন বেঞ্চ শেখাচ্ছেন। ওনার কুকুরের নামেও কোটি টাকার ফ্ল্যাট।’‌

উল্লেখ্য, শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নন, রাজ্যের আরেক মন্ত্রী পরেশ অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পরেশবাবুর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে কোনও পরীক্ষা না দিয়েই শিক্ষক হিসাবে কাজ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে পরেশবাবুর মেয়েকে শিক্ষক পদ থেকে বরখাস্তও করা হয়েছে। একের পর এক রাজ্যের মন্ত্রী দুর্নীতি মামলায় জড়িয়ে যাওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল।

(Source: hindustantimes.com)