টিভিতে মন খুলে কি বিপাকে বিচারপতি গঙ্গোপাধ্যায়? মুখ খুললেন অভিষেক

টিভিতে মন খুলে কি বিপাকে বিচারপতি গঙ্গোপাধ্যায়? মুখ খুললেন অভিষেক

একটি টেলিভিশন চ্যানেলে মুখ খুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারাধীন বিষয় নিয়ে তিনি মুখ খুলেছিলেন বলে আদালতে দাবি করা হয়েছিল। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এনিয়ে ওই সাক্ষাৎকারে রিপোর্টও জমা দেওয়া হয়েছে আদালতে। তবে এবার কোচবিহার থেকে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিযেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানিয়েছেন, বিচার ব্যবস্থা নিয়ে কোনও মন্তব্য করব না। সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট যে পর্যবেক্ষণই দিক না কেন আমি বিচার ব্যবস্থাকে সম্মান করি। আইনের উর্ধে কিছু হয় না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী. রাজ্যপাল, বিধায়ক, বিচারপতি কেউ আইনের উর্ধে নন। আইন সবার উর্ধে। এটা সকলকেই মানতে হবে। আইন আইনের মতো চলবে। এনিয়ে আর কোনও মন্তব্য করব না।

তবে এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা করে একেবারে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এনিয়ে শিউরে উঠেছিলেন অনেকেই। এভাবে বিচারপতিকে আক্রমণ করা যায় কি না সেই প্রশ্নটাও ওঠে।

এদিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। তিনি একাধিকবার বলতেন অভিষেকের নাম বলার জন্য় চাপ দেওয়া হচ্ছে। তবে সিবিআই আবার অভিষেককে জেরা করার জন্য আবেদন করেছিল। কিন্তু তার বিরোধিতা করে মামলা হয়েছিল হাই কোর্টে। তবে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া হল। অন্যদিকে সংবাদমাধ্যমে মুখ খুলে কিছুটা হলেও যে অস্বস্তি বাড়ল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল।

কারণ সাক্ষাৎকার দেওয়া প্রসঙ্গে এবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট তলব করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবার সেই আইনগত প্রক্রিয়া কোনদিকে মোড় নেয় তা নিয়েই এখন সকলের আগ্রহ রয়েছে।

তবে গোটা ঘটনায় কিছুটা হলেও স্বস্তিতে তৃণমূল শিবির। কারণ বর্তমানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নবজোয়ার যাত্রাতে অংশ নিচ্ছেন। কোচবিহারের দিনহাটা থেকে মঙ্গলবার এই কর্মসূচি শুরু হচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের নেতা কর্মীরা।

এদিকে গত পঞ্চায়েত নির্বাচনেও সন্ত্রাসের আঁতুরঘর হয়ে গিয়েছিল দিনহাটা। আর সেই দিনহাটা থেকেই মঙ্গলবার তৃণমূলের নব জোয়ার শুরু করবেন অভিষেক। একাধিক জায়গায় পর পর মিটিং হবে তাঁর। বামনহাটে বিলাসবহুল তাঁবুতে রাত্রিবাস করছেন তিনি। সেখানে আধুনিকতম সব ব্যবস্থাই করা হয়েছে। হোটেলে নয় সেখানেই তাঁর রাতের থাকার ব্যবস্থা করা হয়েছে।

(Feed Source: hindustantimes.com)