খুনের হুমকির পর দিনই হেঁটে রোড শো করলেন প্রধানমন্ত্রী, কেরলে মোদী ম্যাজিক

খুনের হুমকির পর দিনই হেঁটে রোড শো করলেন প্রধানমন্ত্রী, কেরলে মোদী ম্যাজিক

দুদিনের কেরল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচিতে রোড শো করেন তিনি। তবে এটা ঠিক তাঁর আর পাঁচটা রোড শোর মতো নয়। সেখানে দেখা গেল এক অভিনব দৃশ্য। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামেন। এরপর হেঁটে শুরু করলেন রোড শো। এদিকে ঠিক একদিন আগে তাঁর উপর আত্মঘাতী হামলার হুমকি এসেছে। কিন্তু তারপরেও অবিচল মোদী।

কেরলের ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় হাঁটা শুরু করেন মোদী। চারপাশে উদ্বেলিত জনতা। তার মাঝে হাত নাড়লেন তিনি। এদিকে গোটা রাস্তায় দুপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। প্রায় ২কিমি রাস্তা জুড়ে শুধুই মোদী ম্যাজিক।

এদিকে মালায়লমে লেখা ওই চিঠিটি বিজেপির রাজ্য সভাপতির বাড়িতে এসেছিল। তিনি সেটা পুলিশকে দেখান। শনিবারই সেই হুমকি চিঠির কথা সামনে আসে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন জানান তিনি সপ্তাহখানেক আগেই চিঠিটি পুলিশকে দিয়েছেন।

তিনি বলেন খবরটি পুলিশের কাছ থেকে ফাঁস হওয়া ঠিক হয়নি। ৪৯ পাতার রিপোর্টে সেই সময় পুলিশের কে কোথায় ডিউটিতে ছিলেন, তাদের বিস্তারিত প্রোগ্রাম চার্ট উল্লেখ করা ছিল।

এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরলীধরন এই রিপোর্ট লিক নিয়ে মুখ খুলেছেন। তিনি এনিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে,মুখ্যমন্ত্রীকে বলতে হবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় কীভাবে হোয়াটস অ্য়াপে চলে আসে। তার মানে রাজ্যে হোম মিনিস্টার একেবারে অকেজো।

তবে বাম শাসিত কেরলে এদিন মোদীকে নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আগামী ২০২৪ এর ভোটের আগে এই রোড শো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। প্রধানমন্ত্রী এবার কেরলে অন্তত ৩২০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করবেন।

কেরলে প্রথম বন্দে ভারতের সূচনা করবেন তিনি। কোচি ওয়াটার মেট্রোর সূচনা করবেন তিনি। কোচিতে দশটি দ্বীপের মধ্যে সংযোগ করবে এটি। ব্যাটারি চালিত এই যান। অত্যন্ত আধুনিক এই ব্যবস্থা। কার্যত কেরলের মন জয় করার জন্য এদিন কার্যত ঝাঁপিয়ে পড়েন তিনি।

(Feed Source: hindustantimes.com)