দারুণ খবর ! এবার থেকে একাধিক ফোনে খোলা যাবে নিজের হোয়াটসঅ্যাপ

দারুণ খবর ! এবার থেকে একাধিক ফোনে খোলা যাবে নিজের হোয়াটসঅ্যাপ

কলকাতা: স্মার্টফোন ব্যবহার করেন আর হোয়াটসঅ্যাপ করেন না ৷ এমন মানুষের সংখ্যা পৃথিবীতে এখন খুবই কম ৷ এবার সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যই দারুণ খবর ৷ কারণ শুধুমাত্র একটা নয়, একাধিক ফোনে এবার থেকে নিজেদের হোয়াটসঅ্যাপ অন রাখতে পারবেন গ্রাহকরা ৷ কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার ৷ যার মাধ্যমে এটা করা সম্ভব ৷

সব ফোনেই একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট হবে ৷ এবং আপনার ব্যক্তিগত মেসেজ, মিডিয়া ফাইল এবং কল রেকর্ডগুলিতে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে ৷ সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে ৷

এর পাশাপাশি এবার থেকে হোয়াটসঅ্যাপে সেভ রাখা যাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজও ৷ কিছুদিন আগেই তার পদ্ধতি জানিয়েছিলেন জুকেরবার্গ ৷ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, হোয়াটসঅ্যাপে অনেকেই এই ফিচার ব্যবহার করেন। আপনি যদি চান আপনার পাঠানো কোনও মেসেজ নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই ডিলিট হয়ে যাক, তাহলে এই ফিচার ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে চাইলেও সেই সময় পেরিয়ে গেলে আর হাপিস হয়ে যাওয়া বার্তাটি যিনি পাচ্ছেন, তিনি এর আগে পড়তে পারতেন না। কারণ এই মেসেজ গুলির একটি এক্সপায়ারি ডেট থাকে।

এবার ধরুন এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলির মধ্যে কোনওটি আপনি নিজের কাছে সেভ রাখতে চান, তাহলে সেই উপায়ও আনছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ এই বার্তা শেয়ার করেছেন।

(Feed Source: news18.com)