কালিয়াচক থেকে উদ্ধার কিশোরীর মৃতদেহ, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু

কালিয়াচক থেকে উদ্ধার কিশোরীর মৃতদেহ, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু

করুণাময় সিংহ, কালিয়াচক: কালিয়াচকে উদ্ধার মালদার (Malda) কিশোরীর মৃতদেহ। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায়, এখনও কেউ গ্রেফতার হয়নি। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)।

কিশোরীর মৃতদেহ উদ্ধার: ১৬ বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগে, কার্যত জ্বলছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা।থানায় আগুন। ইটবৃষ্টি,পাল্টা, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ব্যবহারে, মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় থানা চত্বর। আর, এর মধ্যেই কালিয়াগঞ্জ থেকে প্রায় ১০০ কিমি দূরে, মালদার কালিয়াচকের উজিরপুরে,কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে চাষের জমিতে নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর, পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

মৃত ছাত্রীর বাড়ি মালদা থানা এলাকায়।পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে দাবি, সোমবার নাবালিকা ছাত্রীকে ফোন করে কেউ ডেকে পাঠায়।বাবা-মাকে লুকিয়ে বিকালে সে বাড়ি থেকে বের হয়। রাতের দিকে বাড়িতে ফোন করে বলে, সে কালিয়াচকে এসেছে। সকালে ফিরবে।কালিয়াচকে তাঁর আত্মীয়ের বাড়ি রয়েছে। পরিবার ভেবেছিল, সে আত্মীয়ের বাড়িতে গেছে। এরপর, মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর পায় পরিবার। ঘটনাস্থল থেকে উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান হয়েছে। এদিন, মর্গের মধ্যেই বিজেপি এবং সিপিএমের মহিলা সংগঠন মহিলা সমিতির সদস্যদের বচসা ও ধাক্কাধাক্কি হয়।

কালিয়াগঞ্জে নাবালিকার মৃতদেহ নিয়ে যাওয়ার ছবি রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। সেই প্রসঙ্গ মনে করিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো ট্যুইট করে বলেন,আজ আবার পশ্চিমবঙ্গের মালদহের কালিয়াচকে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, যাকে আবার অপমানজনক ভাবে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মেয়েদের রক্ষা করতে অক্ষম, তা প্রমাণিত হচ্ছে। এমনকী তাদের মৃতদেহর মর্যাদাও রক্ষা করতে পারছে না। মালদার ঘটনায়, পুলিশ সুপারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার মোবাইল ফোনের খোঁজ করা হচ্ছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।(Feed Source: abplive.com)