তৃণমূল নেতা শাহজাহান মোল্লাকে জিজ্ঞাসাবাদ, বয়ান রেকর্ড করল তদন্তকারী সংস্থা

তৃণমূল নেতা শাহজাহান মোল্লাকে জিজ্ঞাসাবাদ, বয়ান রেকর্ড করল তদন্তকারী সংস্থা

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বয়ান রেকর্ড হল তৃণমূল নেতা শাহজাহান মোল্লার৷ এক সপ্তাহের ব্যবধানে তিনি দু’বার হাজিরা দেন সিবিআই দফতরে৷ গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় ভাঙড়ের ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ নেওয়া হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি সংক্রান্ত একাধিক নথি৷

সিবিআই সূত্রে অভিযোগ, নিজের পরিবারের একাধিক সদস্যর চাকরি পাইয়ে দিতে সুপারিশ করেছিলেন তিনি। নিজের প্রভাব খাটিয়ে সেই সকল চাকরি পাইয়ে দিয়েছেন সেই সব আত্মীয়দের৷ এ ছাড়া নিজের এলাকায় চাকরি বিক্রির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে বলে দাবি সিবিআইয়ের৷

এর আগে খবর আসে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ ২৪ পরগনার এক নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের দাবি, মঙ্গলবার প্রায় দু’ঘণ্টার বেশি সময় ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই নেতাই শাহজাহান মোল্লা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেই দাবি করেছিল, ওই নেতার পরিবারের একাধিক সদস্যর চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই নেতার সুপারিশ পৌঁছে গিয়েছিল নিয়োগ কর্তাদের কাছে।

শুধু তাই নয় ওই নেতা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরর অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজনশীল ছিলেন বলে দাবি করেছে সিবিআই। সেই সুযোগকে কাজে লাগিয়ে পার্থর কাছে সুপারিশ পাঠিয়েছিলেন ওই নেতা। যা পরে পৌঁছে গিয়েছিল নিয়োগ কর্তাদের কাছে।

এখানেই শেষ নয়, সিবিআইয়ের আরও অভিযোগ ওই নেতা নিজের ব্লকে ও গ্রামে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন। এমন তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। ওই গ্রাম থেকে একাধিক ব্যক্তির এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে বলে এমন বেশ কয়েকজন চাকরিপ্রার্থীদের চিহ্নিত করে বয়ান রেকর্ড করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের।

(Feed Source: news18.com)