Saptarshi Maulik| Sohini Sengupta: ‘মৃত্যুর মুখ থেকে ফিরলাম…’ মা ফ্লাইওভারে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সপ্তর্ষি-সোহিনী…

Saptarshi Maulik| Sohini Sengupta: ‘মৃত্যুর মুখ থেকে ফিরলাম…’ মা ফ্লাইওভারে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সপ্তর্ষি-সোহিনী…

Saptarshi Maulik, Sohini Sengupta, Accident at Maa Flyover, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। থিয়েটারের মঞ্চ থেকে ছোটপর্দা, বড়পর্দার জনপ্রিয় নাম সপ্তর্ষি মৌলিক ও সোহিনী সেনগুপ্ত। বুধবার সন্ধেবেলা মা ফ্লাইওভারে দুর্ঘটনারক কবলে পড়ে এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা লেখেন সপ্তর্ষি। তাঁদের গাড়ি চালকের মুন্সিয়ানায় প্রাণে বাঁচেন তাঁরা।

অভিনেতার দাবি তাঁদের গাড়ি চালকের দৌলতে তাঁরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। উল্টো দিক থেকে একটি গাড়ি তাঁদের গাড়ি ওভারটেক করার চেষ্টা করে তার জেরে উড়ালপুল থেকে গাড়ি নিচে পড়ে যেতে পারত বা অন্য এক বাইককে গিয়ে ধাক্কা মারত। সপ্তর্ষি ওই গাড়ির নম্বর প্লেটের একটি ছবি তুলে নিজের প্রোফাইলে পোস্ট করেছেন অভিনেতা। সেই পোস্টে ট্যাগ করেছেন কলকাতা পুলিসকেও।

কী ঘটে? উড়ালপুলে গাড়ি চালানোর একটা গতি বেঁধে দেওয়া আছে। সেই মতোই তাঁরা যাচ্ছিলেন মা উড়ালপুল দিয়ে। তখনই হঠাৎ করে একটা গাড়ি ভুল দিক থেকে ভীষণ গতিতে এসে তাঁদের ওভারটেক করার চেষ্টা করে। ওভারটেক করে যাওয়ার সময়ই ওই গাড়িটা সপ্তর্ষি সোহিনীর গাড়িকে ধাক্কা মেরে চলে যায়।

সপ্তর্ষি বলেন, ‘ওই গাড়িটা আমাদের ডান দিক থেকে এসে ধাক্কা মারে। সাধারণ ভাবে উড়ালপুলের বাঁ দিক দিয়ে বাইক চলাচল করে। আমাদের গাড়িচালক ধাক্কা খেয়ে বাঁ দিকে গাড়িটা চাপেন। আমাদের গাড়িটা কয়েক মুহূর্তের জন্য বাইকে ধাক্কা মারতে মারতে বেঁচে গিয়েছে। সামনে কিছুটা এগিয়ে যখন গাড়িটা দাঁড় করাই, ওই গাড়িচালকের মনে কোনও আক্ষেপ তো নেইই, বরং তিনি বলছেন, তাঁর কোনও দোষই নেই। এমনকি আমার ধারণা, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর মুখ থেকে গন্ধ বেরোচ্ছিল। একেবারেই সংলগ্ন কথা বার্তা বলছিলেন না। আর এতটাই ঔদ্ধত্য যে, সামান্য ক্ষমা চাওয়ার মানসিকতা নেই।’ পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। তবে সপ্তর্ষি জানান, তাঁরা আপাতত সুস্থই আছেন।

(Feed Source: zeenews.com)