বৃহস্পতিবার মানেই টেলিপাড়ার সাপ্তাহিক রিপোর্ট কার্ড প্রকাশের দিন। এই সপ্তাহেও টিআরপি তালিকাতে নিজের সিংহাসন দখলে রাখলেন রচনা। আসলে বছরের পর বছর দর্শকদের আকর্ষণ কীভাবে ধরে রাখতে হয় সেই জাদুমন্ত্র খুব ভালোভাবেই জানা আছে রচনার। তাই তো ‘পুরোনো’ হয় না দিদি।
আইপিএল মরসুমে কমবেশি নম্বর কমেছে সব ধারাবাহিকের, আলাদা নয় নন-ফিকশন জঁর-এর শো গুলিও। তা সত্ত্বেও রবিবারের এপিসোডে ৫-এর বেশি টিআরপি আনলেন রচনা। এই সপ্তাহে নন-ফিকশনের টিআরপি তালিকায় সেরার সেরা ‘দিদি নম্বর ১’। সানডে ধামাকা এপিসোডে ৫.৪ টিআরপি নিয়ে সেরার শিরোপা দখলে রাখল রচনা সঞ্চালিত গেম শো। অন্যদিকে মহাগুরু মিঠুন চক্রবর্তী ও তিন বাঙালি সুন্দরী শ্রাবন্তী, শুভশ্রী ও মৌনির ডান্স বাংলা ডান্সের ঝুলিতে এল ৫.০ নম্বর। প্রায় শেষলগ্নে উপস্থিত হয়েছে ‘সুপার সিঙ্গার’। সূত্রের খবর, বৃহস্পতিবারই স্টার জলসার এই গানের রিয়ালিটি শো-এর ফিনালে পর্বের শ্য়ুটিংও নাকি হয়ে গিয়েছে। তবে টিআরপি তালিকায় আঁচড় কাটতে পারল না এই শো। একবার স্লট দখলে সফল হয়নি। এই সপ্তাহে সুপার সিঙ্গারদের ঝুলিতে থাকল ৩.৫ নম্বর।
ফিকশনে এক নম্বর স্থান দখলে রাখলেও বেশিরভাগ স্লটেই আধিপত্য জি বাংলার। আর নন-ফিকশনে তো শুরু থেকেই চাম্পিয়ান জি বাংলা। সুপার সিঙ্গার সিজন ৪ শুরু থেকেই ব্যর্থ হয়েছে ‘সারেগামাপা’কে টেক্কা দিতে, এখন ‘ডান্স বংলা ডান্স’-এর সঙ্গেও লড়াইতে এঁটে উঠতে পারছে না।
এক নজরে নন-ফিকশন জঁরের টিআরপি-
দিদি নম্বর [সানডে ধামাকা] (৫.৪)
ডান্স বাংলা ডান্স- ৫.০
সুপার সিঙ্গার ৪ (৩.৫)
ঘরে ঘরে জি বাংলা (১.৬)
সপ্তাহ কয়েক আগেই বিকাল সাড়ে ৪টের স্লট থেকে সরিয়ে দুপুর ২.৩০ পাঠানো হয়েছে জি বাংলার গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’কে। তবে সময় বদল হলেও ভাগ্য বদল হল হয়নি অপরাজিতা আঢ্যর শো-এর। ইন্দ্রাণী হালদারের সঞ্চালনায় এই শো শুরুতে যতটা আশা জাগিয়েছিল তাঁর অর্ধেকও পূরণ করতে সফল হয়নি। এক কথায়, যতটা গর্জেছিল, ততটা বর্ষায়নি। জি বাংলার প্রিয় তারকাদের বাড়ি গিয়েও শো-এর রেটিং বাড়ছে না!
প্রসঙ্গত, খুব জলদি স্টার জলসার পর্দায় আসছে নতুন রিয়ালিটি শো। যা খানিকটা তৈরি ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র ধাঁচে। টেলিপাড়া সূত্রের খবর, সেই রিয়ালিটি শো-এর সঞ্চালক হিসাবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee)। স্টার্ট আপ-এর ভাবনা এই শো-এর ভিত, তবে জানা যাচ্ছে মূলত মহিলাকেন্দ্রিক হবে এই রিয়ালিটি শো। দিদিকে টেক্কা দিতেই নয়া ফন্দি প্রতিপক্ষের। কতটা সাফল্য় আসবে এখন সেটাই দেখবার।
(Feed Source: hindustantimes.com)