ছাত্রের সংখ্যা কম, অনুপাতে শিক্ষক বেশী! তার জন্য যা করল স্কুল…! অবাক হবেন জেনে

ছাত্রের সংখ্যা কম, অনুপাতে শিক্ষক বেশী! তার জন্য যা করল স্কুল…! অবাক হবেন জেনে

বীরভূম: স্কুলের ছাত্রের সংখ্যা ক্রমেই কমছে। কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছে যথেষ্ট। তাই পড়ুয়া সংখ্যা বাড়ানোর লক্ষ্যে। ছেলেদের স্কুল থেকে কো-এড স্কুল পরিবর্তিত হল রামপুরহাটের ড: এস এম বিদ্যায়তন স্কুলে।স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে দীর্ঘদিন ধরে পড়ুয়া সংখ্যা অত্যন্ত কম৷ অথচ উৎসশ্রী পোর্টালের দরুণ স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন৷ কিন্তু সেই তুলনায় ছাত্র সংখ্যা অত্যন্ত কম। সমস্যা সমাধানে ২০২১ স্কুল কর্তৃপক্ষ স্থানীয় প্রাথমিক স্কুলগুলিতে যায় ছাত্র সংগ্রহের উদ্দেশ্যে।

এমনকি গত বছর স্কুলের ভর্তির ফি শূন্য করে দেওয়া হয়। তাতে ছাত্র সংখ্যা কিছু বাড়লেও। আশানুরূপ ফল মেলেনি। তাতেই স্কুল কর্তৃপক্ষ কো-এড স্কুলে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। সেই মত আবেদন করা হয়। অবশেষে এই শিক্ষাবর্ষ থেকে ছাত্রীরাও ভর্তি হতে পারবেন রামপুরহাটের ড: এস এম বিদ্যায়তন স্কুলে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, এই স্কুলে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ২৫৭ জন। ৪০ জন ছাত্র পিছু একজন শিক্ষকের অনুমাত ধরা হলে স্কুলে ৬-৭ জন শিক্ষকের প্রয়োজন। অথচ স্কুলে বর্তমানে শিক্ষক সংখ্যা ১৬ জন। অর্থাৎ প্রায় দ্বিগুন। তাই স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত।

স্কুলের প্রধান শিক্ষিকা শান্তনা মণ্ডল বিশ্বাস বলেন, ‘২০২১ সালে এই স্কুলের দায়িত্ব নেওয়ার পর দেখি স্কুলে ছাত্রের সংখ্যা অত্যন্ত কম। দু’বছর ভর্তির ফিও মুকুব করা হয়। কিন্তু তাতেও সংখ্যা বিশেষ বাড়েনি। তাই স্কুলটিকে কো-এড স্কুল করার জন্য আবেদন জানাই। সেই আবেদন মঞ্জুর হয়েছে।’

(Feed Source: news18.com)