জলপাইগুড়িতে ট্রেন বন্ধ, শিলিগুড়িতে পুলিশের লাঠিচার্জ, উত্তরবঙ্গ বনধে তীব্র উত্তেজনা

জলপাইগুড়িতে ট্রেন বন্ধ,  শিলিগুড়িতে পুলিশের লাঠিচার্জ, উত্তরবঙ্গ বনধে তীব্র উত্তেজনা

 সনৎ ঝা, দার্জিলিং : কালিয়াগঞ্জে ( Kaliaganj )  পুলিশের বিরুদ্ধে গুলি করে যুবককে খুনের অভিযোগ। প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গের ( North Bengal )  ৮ জেলায় বিজেপির ( BJP ) বনধ। আর তার জেরে সকাল থেকেই অশান্ত উত্তরের জেলা। বাস ভাঙচুর, পুলিশের সঙ্গে বচসা, মিছিল-পাল্টা মিছিলে তেতে রইল শিলিগুড়ি, জলপাইগুড়ি , কোচবিহার।

রাস্তায় বসে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

দার্জিলিং শহরে তেমন বড় প্রভাব না চোখে পড়লেও ধুন্ধমার বেঁধে গেল শিলিগুড়িতে। বনধের সমর্থনে শিলিগুড়ির হিলকার্ট রোড অবরোধ করল বিজেপি।  শিলিগুড়িতে গায়ের জোরে বন্ধ একের পর এক দোকান। পতাকা হাতে দিকে দিকে বেরল বিজেপির মিছিল।

কোচবিহারের মতোই জোর করে বাস বন্ধ করার চেষ্টার অভিযোগ উঠল মিছিলকারীদের বিরুদ্ধে। এনবিএসটিসির বাসচালকের কপালে জুটল মার। সেই নিয়ে তুলকালাম বেঁধে যায় জেলায়। মিছিলকারীরা রাস্তা অবরোধ করে।  অবরোধ তুলতে  লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে । শিলিগুড়ির ভেনাস মোড়ে রাস্তায় বসে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাই নিয়ে প্রবল হয় পুলিশের সঙ্গে বচসা।

শুধু শিলিগুড়িই নয়, পার্শ্ববর্তী জেলা কোচবিহারে বাস আটকালেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। বেশ কয়েকজনকে আটকও ।

জলপাইগুড়ি শহরেও সকাল থেকে বনধের ছবি। কদমতলায় বিজেপি পার্টি অফিসের সামনে রাস্তায় নেমে সরকারি বাস বন্ধ করে দেন বিজেপি কর্মীরা। সকাল থেকেই বন্ধ দোকানপাট।

জলপাইগুড়িতে বন্ধ করা হল স্কুল

একদিকে বনধের সমর্থনে পথে বিজেপি। অন্য়দিকে, বনধের বিরোধিতায় INTTUC। জলপাইগুড়ির নেতাজি পাড়ায়, NBSTC-র অফিসের সামনে বনধ সমর্থকদের সঙ্গে তুমুল বচসা বাঁধে INTTUC- কর্মীদের। বনধের জেরে, হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেন আটকে দেওয়া হয়। জলপাইগুড়িতে জোর করে হেড পোস্ট অফিস বন্ধ করে দেয় বিজেপি।

বিজেপির বনধের কড়া সমালোচনা কুণালের ঘোষ

বিজেপির ডাকা বনধ নিয়ে যখন উত্তরে ধুন্ধুমার , তখন তাকে ব্যর্থ বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । তিনি ট্যুইটে লিখলেন, ‘ বিজেপির ডাকা উত্তরবঙ্গ বনধ এবং বনধের উদ্দেশ্য দুটোই ব্যর্থ হয়েছে। মানুষ সাড়া দেননি। জনজীবন কার্যত সব জায়গাতে স্বাভাবিক। অল্প কিছু জায়গায় বিজেপির প্ররোচনায় গোলমালের ভয়ে কিছু মানুষ দেরিতে বেরিয়েছেন। কিছু দোকান খুলতে বাধা দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি মানুষের সমর্থন পায়নি। ‘

(Feed Source: abplive.com)