ডাক্তারের চেম্বারে কিশোর কুমার, মান্না দে-র গান! এমন উপায়ে চিকিৎসা এই প্রথম!

ডাক্তারের চেম্বারে কিশোর কুমার, মান্না দে-র গান! এমন উপায়ে চিকিৎসা এই প্রথম!

কলকাতা : দক্ষিণ কলকাতার ভবানীপুরের এক চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে অভিনব ক্লিনিক উদ্বোধন করলেন ঊষা উত্থুপ।

পাঁচ জন চিকিৎসকের চেম্বারে ৫ শিল্পীর থিমে সাজানো হয়েছে। মহম্মদ রফি, মান্না দে, লতা মঙ্গেশকর, আর ডি বর্মন, কিশোর কুমারের মতো কালজয়ী  শিল্পীদের ছবি সহ তাঁদের গান বাজানো হবে ওই ক্লিনিকে। সঙ্গে চলবে রোগের চিকিৎসা।

গানের মাধ্যমে রোগীর রোগ নিরাময় হয় দ্রুত। এর প্রমাণ আগেই মিলেছে বিভিন্ন গবেষণায়। তাই চিকিৎসার পাশাপশি সঙ্গীতের মাধ্যমে বহির্বিভাগে চিকিৎসার নতুন ধারা আনতে চেয়েছে এই বেসরকারি ক্লিনিক।

এর আগে এই ক্লিনিক ইতিমধ্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতির জনক মহাত্মা গান্ধী এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর উপর ভিত্তি করে থিম সহ কেবিন চালু করেছে।

একজন রোগী যখন চিকিৎসকের পরামর্শ নিতে কোনও ক্লিনিকে হাজির হন, তখন প্রথমেই সেই রোগী নিজের রোগ নিয়ে মনের মধ্যে বুনতে শুরু করেন নানা জটিল বিষয়। এমনই বলেন মানসিক চিকিৎসকেরা।

এমন কোনও ক্লিনিকে যদি রোগী পৌঁছন এবং শোনেন কিশোর কুমারের কণ্ঠে বেজে উঠলো “রুক জানা নেহি তু কাহি হারকে”! সঙ্গে সঙ্গে রোগীর রোগ সংক্রান্ত মানসিক সেই দুশ্চিন্তা এক মুহূর্তের জন্য যেন কোথায় হারিয়ে যাবে।

এর পর চিকিৎসকদের সুচিকিৎসার রোগ দ্রুত নিরাময়ের পথে এগোবে। এমন ভাবনা থেকেই দক্ষিণ কলকাতার ভবানীপুরের এই অভিনব চিকিৎসকদের ক্লিনিক।

শুক্রবার অভিনব এই ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন “কলকাতার দিদি” ঊষা উত্থুপ, জনপ্রিয় গায়ক সৌমিত্র রায়। অভিনব এই ক্লিনিকের থিম দেখে স্বাভাবিক ভাবেই উৎসাহিত দুই শিল্পী।

এই ক্লিনিকের ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক কুন্দন চৌরাসিয়া বলেন, “যে কোনো রোগীর পথ্য ওষুধ অবশ্যই, কিন্তু সঙ্গে রোগীকে যদি ভাল মিউজিক, ভালো গান শোনানো যায়, রোগী আরও দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এর প্রমাণ আগেই মিলেছে। আমরাও এবার তাই সেই পদ্ধতি বহির্বিভাগের রোগীদের ক্ষেত্রে ব্যবহার করছি।”

(Feed Source: news18.com)