তোমার খেলা দেখতে ভালো লাগছে, কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যাও, গিলকে বলেছিলেন KKR-র CEO!

তোমার খেলা দেখতে ভালো লাগছে, কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যাও, গিলকে বলেছিলেন KKR-র CEO!

তাঁদের হাতেই তৈরি হয়েছেন শুভমন গিল। যে ‘আকরিক লোহা’ ছিল, তাকে মজবুত করে তুলেছিলেন। সেই ‘আকরিক লোহা’ এখন ভারতীয় দলের হয়ে দুর্দান্ত খেলছেন। দারুণ খেলছেন আইপিএলে। কিন্তু নিজেদের হাতে গড়ে নিয়েও কেন গিলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), তা নিয়ে আজও প্রশ্নের মুখে পড়তে হয় বেঙ্কি মাইসোরদের। যা নিয়ে এবার কেকেআরের সিইও কিছুটা মজা করলেন। সেইসঙ্গে গর্বিত ‘বাবার’ মতো বেঙ্কি বলেন, যখন শুভমন, রাহুল ত্রিপাঠীদের মতো তাঁদের তুলে আনা খেলোয়াড়রা ভালো খেলেন, তখন খুব ভালো লাগে।

রবিবার নাইট গলফ প্রতিযোগিতার শেষে কেকেআরের সিইও বলেন, এরকম খেলোয়াড়দের ধরে রাখতে না পারার বিষয়টা কঠিন। গতকাল আমি শুভমনকে বলছিলাম যে তোমার ব্যাটিং দেখতে ভালো লাগছে। কিন্তু আমি আশা করছিলাম যে তুমি আমাদের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে যাবে না। কিছু রান কর। কিন্তু আমাদের জিততে দাও। এটা কঠিন কাজ। কিন্তু এটাই খেলার নিয়ম।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি দলকে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। যেমন শ্রেয়স দিল্লিতে ছিল। এখন আমাদের সঙ্গে আছে। এরকম অসংখ্য উদাহরণ তুলে ধরতে পারি আমি। এখানে অনুশোচনার কোনও বিষয় নেই। ওই মুহূর্তে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা ওই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের বিশ্বাস যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এরকম ক্রিকেটারদের ধরে রাখতে না পারার বিষয়টি নিঃসন্দেহে কঠিন।’

গত শনিবার ইডেন গর্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে নেমেছিল গুজরাট টাইটানস। সেই ম্যাচে ৩৫ বলে ৪৯ রান করেন শুভমন। সেই ম্যাচের পর শুভমন কেকেআরকে অপমান করেছেন বলে অভিযোগ তোলেন নাইট সমর্থকরা। একটি পোস্টে শুভমন বলেন, ‘ডে রাইডার্স।’ অনেকের মতে, কলকাতা ‘নাইট রাইডার্স’-কে খোঁচা দিতেই শুভমন ‘ডে রাইডার্স’ লিখেছেন। সেই বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি কেকেআরের সমর্থকরা। তবে শুভমন ‘অপমান’ করলেও গিলকে নিয়ে বাবার মতো গর্বপ্রকাশ করলেন মাইসোর।

(Feed Source: hindustantimes.com)