এক মাস ধরে ৬৪ কিলোমিটার হেঁটে পথ চিনে ঠিক বাড়ি ফিরল কুকুর, অবিশ্বাস্য ঘটনা!

এক মাস ধরে ৬৪ কিলোমিটার হেঁটে পথ চিনে ঠিক বাড়ি ফিরল কুকুর, অবিশ্বাস্য ঘটনা!

আয়ারল্যান্ড: নাহ! কুকুরের মতো বোধহয় কেউ কোনও দিন ভালবাসতে শেখেনি, কেউ কোনওদিন ভালবাসতে পারবে না। আয়ারল্যান্ডের এই মিষ্টি-সাহসী-বুদ্ধিমান গোল্ডেন রিট্রিভারের গল্প শুনলে তো সেই কথা এক প্রকার পরীক্ষিত সত্য হিসাবে প্রমাণিত হবে৷

দীর্ঘ প্রায় এক মাস ধরে অভুক্ত থেকে, রোদ-ঝড়-জল উপেক্ষা করে প্রায় ৬৪ কিলোমিটার হেঁটে নিজের পুরনো বাড়ি চিনে ফিরে গিয়েছে সে৷ যে রাস্তায় সে কোনও দিনও হাঁটেনি, এমন পথ চিনে সে ফিরল কী করে?

মেট্রোর রিপোর্ট অনুযায়ী, এই ভীষণ ইন্টেলিজেন্ট কুকুরটির নাম কুপার৷ সে টোবারমোরে লন্ডনডেরি কাউন্টিতে থাকত৷ জানা গিয়েছে, কোনও অসুবিধা থাকায় কুপারকে পশু বিক্রির দোকানে দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তাঁর প্রথম মালিক৷ সেই দোকান থেকেই কুপারকে দত্তক নেন তাঁর দ্বিতীয় মালিক৷ গাড়ি করে নিয়ে যান উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি টাইরোনে৷

কিন্তু, সেখানে গাড়ি থামা মাত্রই সে লাফ দিয়ে পালিয়ে যায়৷ ঢুকে পড়ে জঙ্গলে৷ এরপরে দীর্ঘ ২৭ দিন কোনও খোঁজ ছিল না কুপারের৷ তাঁর খোঁজে একটি সংস্থার সাহায্যও নিয়েছিল তাঁর দ্বিতীয় মালিক৷ সোশ্যাল মিডিয়াতেও চালানো হয়েছিল প্রচার৷

অবশেষে দেখা যায়, প্রায় ২৭ দিন ধরে দীর্ঘ পথ, জঙ্গল অতিক্রম করে সে ফিরে এসেছে তার পুরনো মালিকের কাছে৷ বুদ্ধি করে হেঁটেছে রাতের বেলা৷ কোনও মানুষের সাহায্য ছাড়াই৷

কুপারের নতুন মালিক জানিয়েছেন,কুপার এখন সুস্থ৷ তবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য খুবই ক্লান্ত৷ অল্প স্বল্প খাবারও খাচ্ছে এখন৷ ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে তার নতুন পরিবারের সঙ্গে৷

(Feed Source: news18.com)