গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- গিধারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) শিউলি বেগম ও নান্দিশহর উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ক শিক্ষক আব্দুল্লাহ আল মতি।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ওই দুই শিক্ষক যে কক্ষে দায়িত্ব পালন করছিলেন সেই কক্ষে বেশ কিছু পরীক্ষার্থী বহুনির্বাচনী পরীক্ষায় একই সেট পূরণ করছিল এবং একে অপরের সঙ্গে কথা বলছিল।
দায়িত্ব পালন না করে শিক্ষার্থীদের সুযোগ করে দিয়েছিলেন তারা। দায়িত্ব অবহেলার অভিযোগে তাদেরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
(Feed Source: sunnews24x7.com)