মুম্বই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করেছে

মুম্বই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করেছে

মোহালি: মুম্বই ইন্ডিয়ান্স আর আগের মতাে নেই। এবার আইপিএল চলাকালীন এই কথাটা অনেকেই বলছিলেন। তবে তাঁরাই হয়তো বুধবার রাতে এই মুম্বই ইন্ডিয়ান্সকে সত্যি চিনতে পারলেন না!

ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের বিস্ফোরক ইনিংসের উপর ভর করে মুম্বই ইন্ডিয়ান্স হাই স্কোরিং ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে। রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স IPL 2023-এ ৯টি ম্যাচে পাঁচ নম্বর জয় ঘরে তুলল।

১০টি ম্যাচে পাঞ্জাব কিংসের পাঁচটি পরাজয়। ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে পাঞ্জাবের কাছ থেকে আগের হারের বদলাও নিয়ে ফেলল মুম্বই।

গত ম্যাচে মুম্বাইকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল পাঞ্জাব। তিলক ভার্মা ১০ বলে ২৬ রান করে অপরাজিত ইনিংস খেলেন। টিম ডেভিড ১০ বলে অপরাজিত ১৯ রান করেন। পাঞ্জাবের নাথান এলিস দুটি এবং ঋষি ধাওয়ান ও আরশদীপ সিং একটি করে উইকেট নেন।

সূর্যকুমার যাদব এদিন ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন। আর ইশান কিষাণ ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৬৬ রানের ব্যক্তিগত স্কোরে আরশদীপ সিংয়ের ওভারে নাথান এলিসের হাতে ক্যাচ দেন সূর্য। আর ইশান ৭৫ রানে আউট হন। দুজনেই তৃতীয় উইকেটে ১১৬ রান যোগ করেন।

লিভিংস্টোন ৩২ বলে মরসুমের প্রথম অর্ধশতরান পূর্ণ করেন। ৪২ বলে সাতটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৮২ রানে অপরাজিত থাকেন।

এদিন মুম্বইয়ের হয়ে তাঁর ২০০তম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই এদিন শেষ ৪৮ বলে ১১৫ রান দিয়েছে। টানা চতুর্থবারের মতো মুম্বইয়ের বিরুদ্ধে বিপক্ষ দল ২০০ রানের গণ্ডি পার করল।

একটা সময় ১২ ওভারে তিন উইকেটে ৯৯ রান করেছিল পঞ্জাব। ১৪তম ওভারে আর্চার ২১ রান দেন। চোট কাটিয়ে ফিরে আসা আর্চার মোটেও ছন্দে ছিলেন না। তার পর দুরন্ত ছন্দে রান তুলতে থাকে পঞ্জাব। তবে শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করেছে।

(Feed Source: news18.com)