Messi In Big Trouble: প্যারিসে নির্বাসিত মেসি! জুটবে না বেতনও, রাগে সৌদি উড়ে গেলেন বিশ্বজয়ী…

Messi In Big Trouble: প্যারিসে নির্বাসিত মেসি! জুটবে না বেতনও, রাগে সৌদি উড়ে গেলেন বিশ্বজয়ী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পিএসজির জার্সি গায়ে আর হয়তো দেখা যাবে না লিওনেল মেসিকে। ক্লাবকে না জানিয়ে হঠাৎ করেই সৌদি আরব চলে যান মেসি। আর এতেই চটেছেন ক্লাবকর্তারা। আপাতত দুই সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে মেসিকে। পিএসজি-র আগামী দুটো ম্যাচ তিনি খেলতে পারবেন না, এবং দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না বলে জানা গিয়েছে। এই সাসপেনশনের সময় বন্ধ থাকবে তার বেতনও। এর আগে জানা গিয়েছিল এমনিতেই পরের সিজনে ফ্রান্সে থাকার আগ্রহ হারিয়েছিলেন মেসি। সৌদির ক্লাবের সঙ্গে যেমন কথা চলছে তেমনি তার পুরনো ক্লাব বার্সেলোনাতেও ফিরতে পারেন মেসি এমনই জল্পনা ছড়িয়েছিল ফুটবল বিশ্বে। এতদিনের কেরিয়ারে এই প্রথমবার এইভাবে সাসপেন্ড হলেন মেসি। ৩ জুন শেষ হচ্ছে চলতি মরসুম।

ফরাসি মিডিয়া আউটলেট L’Equipe এবং RMC Sport মঙ্গলবার এই স্থগিতাদেশের কথা জানিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে ফরাসি ক্লাব সৌদি আরবে ভ্রমণের জন্য মেসির অনুরোধ প্রত্যাখ্যান করে। ৩৫ বছর বয়সী মেসির পর্যটনের প্রচারের জন্য একটি বাণিজ্যিক চুক্তি রয়েছে সৌদির সঙ্গে।

আরও পড়ুন: Team India | WTC Final: ‘চক দে ইন্ডিয়া’! বিশ্বযুদ্ধের আগেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত! জানিয়ে দিল আইসিসি

মেসি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সাসপেনশন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এই সাসপেনশন এমন একটি সময়ে এসেছে যখন ফরাসি ক্লাবটি এই মরসুমের পরেও আর্জেন্টিনার তারকার সঙ্গে তাঁদের চুক্তি বাড়ানোর আশা করছিল।

রবিবার লরিয়েন্টের কাছে পিএসজির আশ্চর্যজনক ৩-১ হারের পরেই মেসির আরব সফরের খবর আসে। মরসুমের পাঁচটি খেলা বাকি থাকতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মার্সেইয়ের উপরে পাঁচ পয়েন্টের লিড নিয়ে নেয়। পুরো ম্যাচ খেলেছেন মেসি। আগামী জুনে মেশির বয়স হবে ৩৬ বছর।

মঙ্গলবার পিএসজি স্কোয়াডের অনুশীলনে ছুটি থাকার কথা। সেই কারণেই আরবে উড়ে যান মেসি। কিন্তু হোম ম্যাচ হেরে যাওয়ায় খেলার পরেরদিনই অনুশীলনের সিদ্ধান্ত নেন কোচ। এবং স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত ছিলেননা মেসি। জানা গিয়েছে, বুধবারও অনুশীলনে অংশ নেবেন না আর্জেন্টাইন তারকা।

মেসি দুই বছর আগে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন। সকলেই আশা করেছিল তিনি এই দলকে অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিতে পারবেন। পরিবর্তে, পিএসজি টানা দুই মরসুমে রাউন্ড অফ ১৬ থেকে বাদ পড়েছিল।

তিনি পরবর্তী সময়ে কোথায় খেলবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে পিএসজি-র সঙ্গে চুক্তির আলোচনা ভেঙ্গে যাওয়ার খবরের পরে এই জল্পনা তুঙ্গে উঠেছে।

(Feed Source: zeenews.com)