উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সানা আখতার সাম্প্রদায়িক ব্যক্তি: সুকান্ত

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সানা আখতার সাম্প্রদায়িক ব্যক্তি: সুকান্ত

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সানা আখতারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, সম্প্রদায় দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন পুলিশ সুপার। আর সেকথা জেনেই নিহত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার বাড়ি ফিরতে পারছে না। শনিবার সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি।

এদিন সুকান্তবাবু বলেন, ‘যে পুলিশ খুন করেছে, যে পুলিশ গুলি চালিয়ে তার ছেলেকে মেরে দিয়েছে। সেই পুলিশ যদি সুরক্ষার দায়িত্বে থাকে স্বাভাবিকভাবেই তার পরিবারের ভয় হবে। আবার এসে মেরে দেবে’।

এক পরই পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘তবে মূল আকর্ষণ অন্য জায়গায়। আপনারা খোঁজ নিয়ে দেখুন ভেতরে অনেক গভীর ষড়যন্ত্র আছে। ওখানকার এসপি কমিউনাল অফিসার। আমি সরাসরি বলছি, ওখানকার এসপি যিনি আছেন, পুলিশে যখন বদলা বদলি হয় সেই সময় নিচু লেভেলের অফিসারদেরকে বলতে শুনেছি, বিশেষ ধর্মীয় গোষ্ঠীর অপরাধীদের গ্রেফতার করতে এসপির সাথে কথা বলে নিও। সানা আখতার এই ভদ্রলোক কুচবিহার জেলায় ছিলেন সেখানে রবীন্দ্রনাথ ঘোষের একজনকে বলেছিলেন, এই ভদ্রলোক অত্যন্ত সম্প্রদায়িক একে দিয়ে প্রশাসন চালানো সম্ভব নয়’।

(Feed Source: hindustantimes.com)