জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর ভালো লাগছে না যুদ্ধ। যে-দেশ নিজেই বাজিয়েছে যুদ্ধের দামামা, সেই দেশ এবার নিজেই চাইছে যুদ্ধ থেকে অব্যাহতি। না, সরকারি ভাবে নয়, তবে ব্যক্তিগত স্তরে। রাশিয়ার মানুষজন, বিশেষ করে পুরুষেরা যুদ্ধ থেকে যোজন দূরে থাকতে চাইছেন। আর রাষ্ট্রীয় ফতোয়া এড়াতে অবলম্বন করছেন এক বিশেষ কায়দা। পুরুষেরা সব দল বেঁধে মেয়ে হতে চাইছেন সেখানে, শুধু চাইছেন না, রীতিমতো হচ্ছেনও।
আসলে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে। যতটা সহজে এই যুদ্ধে জয় পাবেন বলে মনে করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কার্যক্ষেত্রে যুদ্ধটা ততটা সহজ হয়নি তাঁর পক্ষে। শোনা যাচ্ছে, ইতিমধ্য়েই প্রায় ৮ লক্ষ সেনা হারিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে ৫ লক্ষ ৭০ হাজার সৈন্য গুরুতর জখম হয়েছেন। তাঁদের আঘাত এতই বেশি যে, তাঁদের পক্ষে আর যুদ্ধক্ষেত্রে ফেরা সম্ভব নয়। বাকি প্রায় ২ লক্ষ সৈন্যের প্রাণ গিয়েছে। এই অবস্থায় যুদ্ধ চালিয়ে যেতে রণাঙ্গনে নতুন নতুন সেনাবাহিনীর দরকার পড়ছে। তাই নতুন যোদ্ধার খোঁজ চলছে রাশিয়া জুড়ে।
কী ভাবে নতুন সেনা খুঁজছে পুতিনের দেশ?
শোনা যাচ্ছে, জঘন্য অপরাধী, যারা এখন কারাবন্দি, তাদেরও নাকি ইউক্রেনে যুদ্ধ করতে পাঠাচ্ছে রাশিয়া। রাশিয়া ছেড়ে যাতে কেউ অন্য দেশে এখন পালিয়ে যেতে না পারে, সেজন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সীমান্ত। রাশিয়ার পুরুষদের ডাক পড়ছে যুদ্ধে। কিন্তু যুদ্ধে যাওয়া এড়াতে মরিয়া রুশ পুরুষরা। শোনা যাচ্ছে, তাই তাঁরা দলে দলে লিঙ্গ পরিবর্তন করছেন! শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু ঘটনা এটাই।
এদিকে রাষ্ট্রও নড়েচড়ে বসেছে। রাশিয়ার পুরুষদের এই প্রবণতা বন্ধ করতে রাশিয়া এখন লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত আইন কঠোর করতে চলেছে। রাশিয়ায় লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করতে হয় না। একটি ফর্ম পূরণ করলেই লিঙ্গ পরিবর্তন করা যায়। এবার এই আইনেই বদল আনছে রাশিয়া।
তবে সত্যিই গত কয়েকমাস ধরে রুশ পুরুষদের লিঙ্গ পরিবর্তনের প্রবণতা বেড়েছে কিনা, সেই সংক্রান্ত কোনও প্রামাণ্য তথ্য কিন্তু কারও হাতেই নেই। যদিও রুশ সরকার একটা পরিসংখ্যান দিচ্ছে। যেটা বলছে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রাশিয়ায় ২৭ হাজার পুরুষ লিঙ্গ পরিবর্তন করেছিলেন। সংখ্যাটা সেদেশের পক্ষে খুবই নগণ্য। কিন্তু যুদ্ধ শুরুর পরের নতুন পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
যদিও সেই দেশের ন্যায়মন্ত্রী কনস্টান্টিন চুয়েচেঙ্কো জানিয়েছেন, শুধু নথির ভিত্তিতে কোনও ব্যক্তি আর লিঙ্গ পরিবর্তন করতে পারবেন না। শীঘ্রই সেই সম্ভাবনা বাতিল করার আইন আনা হবে। এখন রুশ আইন অনুযায়ী কোনও পুরুষ তাঁর পাসপোর্টে লিঙ্গ পরিবর্তন করলেও, শারীরিকভাবে একই থাকতে পারতেন। এমনকি, ওই অবস্থাতেই তিনি বিয়ে করতে পারে এবং সন্তান দত্তক নিতে পারতেন। কিন্তু, এর ফলে বিভিন্ন আইনি জটিলতা তৈরি হচ্ছিল। তাই এই আইন বদলানো হবে। জানা গিয়েছে, এই আইনি সংশোধনের উপর একটি গণভোট হবে। ১৫ মে-র মধ্যে সংসদে এই নতুন আইন পাস করানোর চেষ্টা চলছে।
(Feed Source: zeenews.com)