Russia: লিঙ্গ পরিবর্তনের ধুম পড়েছে, দলে দলে মেয়ে হতে চাইছেন পুরুষরা! কেন হঠাৎ?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর ভালো লাগছে না যুদ্ধ। যে-দেশ নিজেই বাজিয়েছে যুদ্ধের দামামা, সেই দেশ এবার নিজেই চাইছে যুদ্ধ থেকে অব্যাহতি। না, সরকারি ভাবে নয়, তবে ব্যক্তিগত স্তরে। রাশিয়ার মানুষজন, বিশেষ করে পুরুষেরা যুদ্ধ থেকে যোজন দূরে থাকতে চাইছেন। আর রাষ্ট্রীয় ফতোয়া এড়াতে অবলম্বন করছেন এক বিশেষ কায়দা। পুরুষেরা সব দল বেঁধে মেয়ে হতে চাইছেন সেখানে, শুধু চাইছেন না, রীতিমতো হচ্ছেনও। আসলে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে। যতটা সহজে এই যুদ্ধে জয় পাবেন বলে…