পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টির মিছিলের পরই এক ব্যক্তিকে সেদেশে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ ছিল। তার জেরে ক্ষুব্ধ জনতা তাঁকে পিটিয়ে হত্যা করেছে বলে খবর।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ছবি ভাইরাল হয়। উল্লেখ্য, মুসলিম প্রধান দেশ পাকিস্তানে ধর্মীয় অবমাননা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার জেরে বহু হত্যাকাণ্ডের খবর উঠে এসেছে এযাবৎলকালে। যে ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, পুলিশ খুবই হালকাভাবে চেষ্টা করে চলেছে সেই ব্যক্তিকে মারধর খাওয়ার হাত থেকে রক্ষা করতে। তবে তাতে ক্ষুব্ধ জনতা কিছুতেই বাগে আসেনি বলে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, এই ঘটনা শনিবারের। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে খাইবার পাখতুনখোয়ার সাওয়াল ঢের এলাকায় ঘটে গিয়েছে এই কাণ্ড। এই এলাকা ধর্মীয় সংরক্ষণের বিষয়ে পরিচিত রয়েছে।
জানা গিয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক এ ইনসাফ পার্টির একটি মিছিলের শেষে একটি বিশেষ প্রার্থনা পর্ব আয়োজন করা হয়। সেখানে প্রার্থনা পর্বকে এগিয়ে নিয়ে যেতে বলা হয় নিগার আলম নামে এক ব্যক্তিকে। তখনই ওই ব্যক্তি এমন কিছু মন্তব্য করেন, যা জমায়েতে থাকা মানুষদের অপছন্দ হয়। তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। তখনই সেই জায়গা থেকে তিনি পালাতে যান। তাঁকে আটকে ফেলে ক্ষুব্ধ জনতা। শুরু হয় মারধর। মুহূর্তে তাঁকে মেরে খুন করা হয়। পুলিশ বলছে, লাঠি নিয়ে ব্যক্তির উপর চড়াও হয় জনতা। চলে লাথি, চড়, থাপ্পড়। পুলিশ জানাচ্ছে, জনতা এতটাই ক্ষুব্ধ ছিল যে, ওই ব্যক্তির দেহ উদ্ধার করতেও পুলিশকে চ্যালেঞ্জ করতে থাকে তারা। যদিও ঘটনার পর ইমরান খানের পার্টির তরফে কিছু জানানো হয়নি।
(Feed Source: hindustantimes.com)