‘অগ্নি দিল তবুও তো গলিল না সোনা’, আদালতে পেশের আগে রবীন্দ্রনাথের কবিতা উদ্ধৃত করলেন পার্থ, কী ই

‘অগ্নি দিল তবুও তো গলিল না সোনা’, আদালতে পেশের আগে রবীন্দ্রনাথের কবিতা উদ্ধৃত করলেন পার্থ, কী ই

আবীর দত্ত, কলকাতা :  ‘বিম্ববতী’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর রাজকন্যা বিম্ববতীর প্রতি রানির অসূয়া বোঝাতে লিখেছিলেন,

‘ঘষিতে লাগিল রানী কনকমুকুর

   বালু দিয়ে– প্রতিবিম্ব না হইল দূর।

   মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না।

   অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।’ 

রানি যতই সুন্দর সাজে সাজুন না কেন,  বিশেষ ক্ষমতাশালী দর্পনকে যখনই জিগ্যেস করতেন,  ধরামাঝে সব চেয়ে কে আজি রূপসী – ভেসে উঠত ‘সতীনের মেয়ে ‘ বিম্ববতীর প্রতিচ্ছবি। সেই কবিতা থেকেই দুটি লাইন আজ শোনা গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। যা বর্তমান পরিস্থিতিতে বিশেষ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আদালতে পেশের আগে তুলে আনলেন রবীন্দ্রনাথের লেখা সেই কবিতাই দুইটি লাইন।

‘মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না।

 অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।’ 

কার প্রতি পার্থর ইঙ্গিত, তা অবশ্য স্পষ্ট করলেন না। সেই সঙ্গে আগের বারের মতোই ফের অভিষেকের জয়গান প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে। বললেন , ‘অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল। অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার’ আদালতে যাওয়ার পথে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।

(Feed Source: abplive.com)