‘আমার সোনার বাংলা’য় আপত্তি, জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবি জামাতের, মুখ খুলল বাংলাদেশ সরকার
ঢাকা: পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরি। বরং অশান্তিতে ইন্ধন প্রায় রোজই যোগ হয়ে চলেছে। জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবিও উঠতে শুরু করেছে বাংলাদেশে। সেই নিয়ে এবার মুখ খুলল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের সরকার। বর্তমানে বাংলাদেশে বিতর্কের কোনও জায়গা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। (Bangladesh National Anthem) জাতীয় সঙ্গীত বদলের দাবি নিয়ে সরকারের অবস্থান জানিয়েছেন ইউনূসের ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন। শনিবার তিনি বলেন, “জাতীয় সঙ্গীত পাল্টানো নিয়ে কিছু ভাবছে না। এগুলো আসলে বিতর্ক সৃষ্টির প্রয়াস। বিতর্ক…