Lionel Messi: প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কেউ নয়, ক্ষমা চেয়েই মেসি পেলেন অনুমতি, ট্রেনিংয়ে ফিরলেন মহারথী!

Lionel Messi: প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কেউ নয়, ক্ষমা চেয়েই মেসি পেলেন অনুমতি, ট্রেনিংয়ে ফিরলেন মহারথী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে প্যারিস সঁ জরমঁ (PSG) ফেরাল লিওনেল মেসিকে (Lionel Messi)। ক্লাবের মহারথী না বলেকয়েই আচমকা সৌদি আরবে চলে গিয়েছিলেন। আর এতেই বেজায় চটেছিলেন পিএসজি ক্লাবকর্তারা। এই চরম ভুলের জন্য দু’সপ্তাহের জন্য নির্বাসিত ছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। কেরিয়ারে এই প্রথমবার মেসির সঙ্গে জুড়েছিল সাসপেন্ডেড শব্দটি। যা অভাবনীয় বললেও কম। মেসির পিএসজি-র হয়ে দু’ ম্যাচ নির্বাসিত ছিলেন। পাশাপাশি এমবাপেদের সঙ্গে অনুশীলনেও জারি করা হয়েছিল ফতোয়া। এখানেই শেষ নয়, জানা গিয়েছিল যে, নির্বাসিত থাকাকালীন মেসি পাবেন না কোনও বেতনই। অবশেষে মেসি তাঁর ভুলের জন্য ক্ষমা চেয়েছে ক্লাবের কাছে। এরপরেই পিএসজি তাঁকে ট্রেনিংয়ের অনুমতি দিয়েছে। মেসি সোমবার থেকে শুরু করলেন ট্রেনিং। পিএসজি ছবি ট্যুইট করেই দিয়েছে সেই বার্তা। পিএসজি বুঝিয়ে দিল যে, প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কেউ নয়। মেসি যদিও সৌদি গিয়েছিলেন সেখানকার ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসেবেই।

মোটামুটি এটা বলে দেওয়া যায় যে, মেসির প্যারিস পর্ব শেষ। একাধিক ফরাসি মিডিয়ার রিপোর্ট বলছে মেসির সঙ্গে আর কোনও মতেই চুক্তি বাড়াবে না পিএসজি। যার মানে এই মরসুম খেলেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে পত্রপাট বিদায় জানাবে নাসের আল খেলাইফির ক্লাব । জানা যাচ্ছে যে, মেসির বাবা জর্জ মেসি নাকি সপ্তাহখানেক আগেই পিএসজি-র ফুটবল পরামর্শদাতা লুইস ক্যাম্পোসকে জানিয়ে দিয়েছে যে, মেসি আর প্যারিসে থাকতে ইচ্ছুক নন। এর পাশাপাশি আগামী মরসুমে পিএসজি-র বাজেটও সীমিত। ফলে তারা মেসির মতো মহারথীকে ধরে না রেখে, তরুণ প্রতিভাদের লালন করতে চায়। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে মেসি আসেন প্যারিসে। চুক্তি হয় দু’বছরের জন্য। মেসি সবরকম সুযোগসুবিধাসহ বার্ষিক ৩০৫ কোটি টাকারও বেশি আয় করেন এখান থেকে। মেসির কাছে সুযোগ ছিল চুক্তি আরও এক বছর বাড়ানোর। তবে তা আর কার্যকর হচ্ছে না। মেসির থাকার ও প্যারিসের রাখার ইচ্ছা নেই।

র্সায় দীর্ঘ ১৭ বছরের কেরিয়ার শেষ করেই মেসি এসেছেন প্যারিসে। শোনা যাচ্ছে শৈশব, কৈশোর ও যৌবনের চারণভূমিতেই নাকি মেসি ফিরে যাবেন। অর্থাৎ বার্সায় হবে তাঁর স্বপ্নের প্রত্যাবর্তন। বার্সার সমর্থকরা ইতিমধ্যেই বারবার আওয়াজ তুলেছেন যে, মেসিকে ফেরাতেই হবে ক্লাবে। বার্সা ছাড়ার আগেই মেসি শুনিয়েছিলেন যে তিনি যেতে চান মার্কিন মুলুকে। মেসি খেলতে চান মেজর লিগ সকার। এলএম টেন যেতে চান ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ডেভিড বেকহ্যামের  ক্লাব ইন্টার মায়ামিতে। মেসি স্পেন ছাড়ার পরিকল্পনা অনেক আগেই করে রেখেছিলেন। আমেরিকার জীবন তাঁকে ভীষণ টানে। যার জন্য মেসি ফ্লোরিডার সানি আইলজ বিচ শহরে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের পুরো ১০ তলাটাই কিনে নিয়েছেন ৫ মিলিয়ন পাউন্ডে। স্প্যানিশ টিভি স্টেশন লা সেক্সটাতে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘আমি মার্কিন মুলুকে খেলতে চাই, ওখানকার জীবন ও লিগ, দুয়ের অভিজ্ঞতাই নিতে চাই। কিন্তু যেভাবে হোক না কেন আমি বার্সায় ফিরে আসব। এর বেশি কিছু ভাবছি না।’ আরও একটি খবর বাতাসে ভাসছে যে, রোনাল্ডোর দেখানো পথে নাকি হাঁটতে চলেছেন মেসি। রোনাল্ডোর ক্লাব আল নাসেরের প্রধান প্রতিপক্ষ আল হিলাল। শোনা যাচ্ছে বছরে ৪০ কোটি ইউরোরও বেশি অর্থে লিওনেল মেসিকে দলে নিচ্ছে তারা।

(Feed Source: zeenews.com)