Himanta Biswa Sarma: অসমে বন্ধ হচ্ছে মুসলিমদের বহুবিবাহ! বিশেষজ্ঞ কমিটি গড়ছেন হিমন্ত বিশ্বশর্মা

Himanta Biswa Sarma: অসমে বন্ধ হচ্ছে মুসলিমদের বহুবিবাহ! বিশেষজ্ঞ কমিটি গড়ছেন হিমন্ত বিশ্বশর্মা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই অসম সরকার ঘোষণা করেছিল যারা নাবালিকা বিয়ে করেছেন তাদের গ্রেফতার করা হবে। ঘোষণা অনুযায়ী ধরপাকড় শুরুও হয়েছিল। এবার রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্ষেত্রে আইনি দিকটি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করল অসম সরকার।

মঙ্গলবার হিমন্ত বিশ্বশর্মা বলেন, রাজ্য সরকার চায় অসমে বহু বিবাহ বন্ধ হোক। তবে এক্ষেত্রে আইনি কী সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতে হবে। তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। আমাদের এখানে অভিন্ন দেওয়ানি বিধি নেই। কিন্তু বহু বিবাহের চল রয়েছে। তাই আমরা চাই আইন করে বহু বিবাহ বন্ধ হোক। তার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এর জন্য গঠন করা হচ্ছে একটি কমিটি।

কয়েকমাস আগে যখন নাবালিকা বিবাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তখন তার লক্ষ্য ছিল রাজ্যের মুসলিমরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবার এক্ষেত্রেও সেটাই হচ্ছে বলে মনে করা হচ্ছে। বিশ্বশর্মা আরও বলেন, মুসলিম পার্সোন্য়াল ‘ল খতিয়ে দেখবে একটি কমিটি। এনিয়ে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলা হবে। পাশাপাশি সংবিধানের ২৫ নম্বর ধারাও বিচার করে দেখা হবে।

মুসলিমদের বহু বিবাহ নিয়ে বরাবরই সরব হিমন্ত বিশ্বশর্মা। শনিবার কর্ণাটকে ভোটের প্রচারে গিয়ে বিশ্বশর্মা বলেন, চারটে বিয়ে বন্ধ করার জন্য দেশের অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা খুবই প্রয়োজন। কারণ এভাবে মেয়েদের সন্তান উত্পাদনের মেশিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে কর্ণাটকের কোড়াগু জেলার এক রোড শেয়ে অংশ নেন। তার পর এক সভায় বিশ্বশর্মা বলেন, অনেককিছুর সঙ্গে দেশে অভিন্ন দেওয়ানি বিধিও লাগু করতে হবে। মুসলিম মেয়েদের ৪ বার বিয়ে করতে বাধ্য করা হয়। এটা কোনও নিয়ম? গোটা পৃথিবীতেই এমন প্রথা থাকা উচিত নয়। অভিন্ন দেওয়ানি বিধি এনে এই প্রথা বন্ধ করা উচিত।

(Feed Source: zeenews.com)