Gujarat Titans: এক ম্যাচের জন্য জার্সির রং বদলাচ্ছেন হার্দিক-ঋদ্ধিরা, কারণটা মহৎ

Gujarat Titans: এক ম্যাচের জন্য জার্সির রং বদলাচ্ছেন হার্দিক-ঋদ্ধিরা, কারণটা মহৎ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রতিবছর লাল জার্সি ছেড়ে আইপিএলের একটি ম্যাচে মাঠে নামে সবুজ জার্সি পরে। সমর্থকদের সবুজায়নের বার্তা জিতেই তাদের এই ‘গো গ্রিন’ উদ্যোগ। এবার সেরকমই সাধু উদ্যোগে সামিল হচ্ছে গুজরাট টাইটানস।

শুরু থেকেই গুজরাট টাইটানস নেভি ব্লু জার্সিতে মাঠে নামে। গতবছর আবির্ভাবেই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে এবার হার্দিকদের জার্সিতে একটি স্টার যোগ হলেও বদলায়নি কিটসের রং। তবে মরশুমের মাঝেই টাইটানস ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয় যে, বিশেষ কারণে একটি ম্যাচে তারা অন্য রংয়ের জার্সি পরে মাঠে নামবে।

গুজরাট তাদের শেষ হোম ম্যাচ খেলবে ল্যাভেন্ডার রংয়ের জার্সি পরে। সব ধরণের ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে এই রং ব্যবহার করা হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে, মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে থাকা ও সচেতনতার বার্তা দিতেই টাইটানস শিবির এই উদ্যোগ নিচ্ছে।

উল্লেখ্য, আগামী ১৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লিগ পর্বে নিজেদের শেষ হোম ম্যাচে মাঠে নামবে গুজরাট টাইটানস। লিগে হার্দিকদের আর তিনটি ম্যাচ বাকি রয়েছে। ১২ মে ওয়াংখেড়েতে টাইটানসের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ২১ মে চিন্নাস্বামীতে আরসবিরি বিরুদ্ধে লড়াই দিয়ে লিগের অভিযান শেষ করবে গুজরাট।

(Feed Source: hindustantimes.com)