রিভিউ করতেই নম্বর কমে অর্ধেক, পাশ করা পড়ুয়াও ফেল! কলকাতা মেডিক্যালে উলট পুরাণ

রিভিউ করতেই নম্বর কমে অর্ধেক, পাশ করা পড়ুয়াও ফেল! কলকাতা মেডিক্যালে উলট পুরাণ

সাধারণত পরীক্ষার ফলাফল বের হওয়ার পরে অনেকেই খাতা রিভিউ করার জন্য় আবেদন করেন। আশায় আশায় থাকেন এই হয়তো নম্বর বাড়বে। কিন্তু এবার হল ঠিক বিপরীত। রিভিউয়ে নম্বর বৃদ্ধি তো দূরের কথা উলটে নম্বর একেবারে এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই। এমনকী পরিস্থিতি এমনই যে, আগে পাশ করেছিলেন যে ছাত্রছাত্রীরা, রিভিউর পরে তাঁদের মধ্যে কয়েকজন একধাক্কায় ফেল করে গিয়েছেন বলে খবর। কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনা। আর রিভিউয়ের পরে এই নম্বর দেখে রীতিমতো আকাশ থেকে পড়ছেন ডাক্তারি ছাত্রছাত্রীরা।

তবে কীভাবে এমন উলট পুরাণ হয়ে গেল তা কিছুতেই বুঝতে পারছেন না মেডিক্যাল পড়ুয়ারা। কারণ নম্বর বৃদ্ধির আশা নিয়েই তাঁরা রিভিউ করার জন্য় আবেদন করেছিলেন। কিন্তু হল তার উলটোটা।

সূত্রের খবর, একাধিক ছাত্রছাত্রী যারা এমবিবিএসের প্রথম বর্ষের পরীক্ষায় ৭০ শতাংশ নম্বর বা তার কিছুটা কম নম্বর পেয়েছিলেন তারা খাতা রিভিউয়ের জন্য় আবেদন করেছিলেন। আর রিভিউ করার পর যে নম্বর তা দেখে আঁতকে উঠলেন তারা। নম্বর কমে একেবারে ৩০ শতাংশ হয়ে গিয়েছে। এমনকী পাশ করা ছাত্রছাত্রীদের নম্বর এমন কমে গিয়েছে যে দেখা যাচ্ছে তাঁরা অকৃতকার্য্য।

কিন্তু কেন এমন হল? এমন যে হতে পারে তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেননি অনেকেই। ইতিমধ্যেই কলেজের পদস্থ কর্তারা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে এনিয়ে খোঁজখবর করা শুরু করেছেন।

তবে সূত্রের খবর, প্রথমবার খাতা রিভিউ করার পরে নম্বর এতটাই কমে যায় যে তাঁরা দ্বিতীয়বার রিভিউ করার জন্য পাঠান। কিন্তু সেখানে তো আবার আরও বিপত্তি। নম্বর কমে গিয়ে একেবারে যা তা অবস্থা। সেখানে আবার ৩০ থেকে কমে হয়ে গিয়েছে ২৮। কীভাবে এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে সেটাও বুঝতে পারছেন না মেডিক্যাল পড়ুয়ারা। অনেকেই এর আগে এমন পরিস্থিতিতে পড়েননি। এদিকে মেডিক্যাল কলেজের কর্তারা ইতিমধ্যেই এনিয়ে খোঁজখবর করা শুরু করেছেন।

কিন্তু এতসব কিছুর পরেও কেন এই পরিস্থিতি তৈরি হল তা কিছুতেই বুঝতে পারছেন না পড়ুয়ারা। কীভাবে আবার নম্বর বাড়বে তা কিছুতেই বুঝতে পারছেন না ডাক্তারি পড়ুয়ারা।

(Feed Source: hindustantimes.com)