ট্রেন থেকে ধোঁয়া বার হচ্ছে গলগল করে! ফের ট্রেনে বিপত্তি

ট্রেন থেকে ধোঁয়া বার হচ্ছে গলগল করে! ফের ট্রেনে বিপত্তি

মশাগ্রাম : ফের ট্রেনে বিপত্তি। ডাউন ব্যান্ডেল লোকাল শক্তিগড় রেল স্টেশনে লাইনচ্যুত হওয়ার পর পূর্বা এক্সপ্রেস থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। পূর্ব বর্ধমানের মশাগ্রাম স্টেশনের কাছে ট্রেনটির চাকার ওপর থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্কের সৃষ্টি হয়। মশাগ্রাম স্টেশনে ট্রেনটি দাঁড়ালে আতঙ্কিত যাত্রীরা কামরা ছেড়ে নেমে আসেন। প্রায় আধ ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষার পর ধোঁয়া বের হওয়া বন্ধ হলে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

রেল গেট পেরনোর সময় আপ পূর্বা এক্সপ্রেসের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি বর্ধমান হাওড়া কর্ড শাখার  মশাগ্রাম রেল স্টেশনে ১২৩৮১আপ পূর্বা এক্সপ্রেস ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় রেলের পক্ষ থেকে।

পূর্বা এক্সপ্রেসের ০৫১৫৮সি বগি থেকে  ধোঁয়া  বের হতে দেখা যায়।এমনিতে শক্তিগড়ে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার জন্য বৃহস্পতিবার ১ মিনিটের জন্য পূর্বা এক্সপ্রেসকে স্টপেজ দেওয়া হয়। এক মিনিটের বদলে আধ ঘন্টা ট্রেনটি মশাগ্রাম স্টেশনে দাঁড়িয়েছিল। সেখানে ধোঁয়া বের হওয়ার কারণ খতিয়ে দেখেন রেলের ইঞ্জিনিয়াররা। ত্রুটি সংশোধনের পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় আপ পূর্বা এক্সপ্রেস।

ধোঁয়া বের হওয়ায় ওই দূরপাল্লার ট্রেনটি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকে মশাগ্রাম স্টেশনে। ধোঁয়া নিয়ন্ত্রণে আসার পর বর্ধমানের উদ্দেশে রওনা দেয় আপ পূর্বা এক্সপ্রেস। সকাল ৯ টা ২৮ মিনিটে পূর্বা থামে মশাগ্রাম স্টেশনে। তারপর আধ ঘন্টা পর অর্থাৎ ১০ টা নাগাদ পূর্বা এক্সপ্রেস রওনা দেয়।  চাকার ব্রেক সু থেকে ধোঁয়া বের হওয়ায় বিপত্তি ঘটে বলে জানানো রেলের পক্ষ থেকে।

আতঙ্কিত যাত্রীদের বক্তব্য, হঠাৎই পোড়া পোড়া গন্ধ আসতে শুরু করে। এরপর ট্রেনের জানালা দিয়ে ধোয়া বের হতে দেখা যায়। ট্রেনে আগুন লেগেছে বলে মনে করেন উদ্বিগ্ন যাত্রীরা। রেল কর্মীরাও বিষয়টি দেখতে পেয়ে মশাগ্রাম স্টেশনে খবর দেয়। এরপর ট্রেনটির যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হয়। রেল সূত্রে জানা গিয়েছে, ব্রেক সু থেকে মাঝেমধ্যে এই ধরনের ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটে। এক্ষেত্রেও তেমনটি ঘটেছিল।

(Feed Source: news18.com)