‘দিদির উৎসাহই প্রেরণা’!নবজোয়ার যাত্রার ‘সাফল্য’ নিয়ে মমতার প্রশংসার জবাবে অভিষেক

‘দিদির উৎসাহই প্রেরণা’!নবজোয়ার যাত্রার ‘সাফল্য’ নিয়ে মমতার প্রশংসার জবাবে অভিষেক

তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি দু’হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। শুক্রবার সন্ধ্যায় টুইট করে এই কর্মসূচির জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে তিনি লিখেছেন,’অভিষেকের নেতৃত্বে জনসংযোগ যাত্রা মানুষের মন জিতেছে। গতকাল ২ হাজার কিমি পথ অতিক্রম করেছে এই যাত্রা। আমার অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ওকে।’ টুইটে তিনি আরও লিখেছেন, ‘যখন আমরা জনগণের আশীর্বাদ ও শক্তিশালী সমর্থনে অর্জিত গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করি, তখন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদের সংকল্প বহুগুণ শক্তিশালী হয়। ‘তৃণমূলের নবজোয়ার’ আশ্বাস দিচ্ছে বাংলা সাফল্যের নতুন মাত্রা অর্জন করবে।’

মমতার টুইটটি নিজের টুইটে তুলে দিয়ে অভিষেক লিখেছেন, ‘ধন্যবাদ দিদি। তোমার আশীর্বাদ এবং এই উৎসাহ আমার এবং গোটা দলের কাছে অনুপ্রেরণা জোগাবে। তোমার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করব।’

পঞ্চায়েত ভোটের আগে টানা ৬০ দিন ধরে বিভিন্ন জেলায় ঘুরছেন অভিষেক। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি বিভিন্ন এলাকায় সভাও করছেন। উত্তরবঙ্গে দিয়ে শুরু হয়েছে তাঁর এই সফর। জনসংযোগের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী খোঁজে ব্যালটে ভোটগ্রহণ পর্বও চলছে। মালদার ইংরেজবাজারে এই কর্মসূচিতে এক মঞ্চে দেখা গিয়েছিল মমতা এবং অভিষেককে। সেই মঞ্চ থেকেও অভিষেকের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী।

তবে এই কর্মসূচিতে তাল কেটেছে, পঞ্চায়েতে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে অশান্তি, ব্যালট ছেনতাইয়ের মতো ঘটনা। সে সব কড়া হাতে সামলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

(Feed Source: hindustantimes.com)